ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশের সময় ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের পাশাপাশি দুবাইয়ের নামও উল্লেখ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না দেখেই এভাবে সূচিটা করা হয়েছিল। অবশেষে গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত দূর করেছে অনিশ্চয়তা। টুর্নামেন্টের আয়োজক তাই পাকিস্তান হলেও ফাইনাল তাদের দেশে আয়োজন করা হচ্ছে না। ভারত ফাইনালের টিকিট কাটার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হরভজন হিন্দি ভাষায় একটি পোস্ট করেন। ভারতীয় স্পিনারের সেই লেখার অর্থ, ‘প্রথমে পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এখন পাকিস্তান তো ফাইনালই আয়োজন করতে পারছে না।’
पहले
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 4, 2025
पाकिस्तान टूर्नामेंट से बाहर।
और अब
फाइनल पाकिस्तान से बाहर
আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের তিন ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল—ভারত তাদের পাঁচ ম্যাচের পাঁচটিই খেলছে দুবাইয়ে। টুর্নামেন্টের পাকিস্তান পর্ব তাই শেষ হচ্ছে আজ। লাহোরে এখন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ১ উইকেটে ১১১ রান করেছে কিউইরা। রাচীন রবীন্দ্র ৫৫ বলে ৯ চারে ৬০ রান করে অপরাজিত। উইলিয়ামসন ২৭ রানে ব্যাটিং করছেন। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। রোববার দুবাইয়ে হবে ফাইনাল।
এক ভেন্যুতে সব ম্যাচ খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে দেখে সমালোচনার ঝড় উঠেছে। নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো ধারাভাষ্যকারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন ভারতকে নিয়ে করেছেন সমালোচনা। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ অবশ্য কৌশলে উত্তর দিয়েছেন। তাঁর মতে ভারত যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। আর ভারতের কাছে সেমিফাইনালে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্মিথ।
পাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশের সময় ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের পাশাপাশি দুবাইয়ের নামও উল্লেখ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না দেখেই এভাবে সূচিটা করা হয়েছিল। অবশেষে গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত দূর করেছে অনিশ্চয়তা। টুর্নামেন্টের আয়োজক তাই পাকিস্তান হলেও ফাইনাল তাদের দেশে আয়োজন করা হচ্ছে না। ভারত ফাইনালের টিকিট কাটার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হরভজন হিন্দি ভাষায় একটি পোস্ট করেন। ভারতীয় স্পিনারের সেই লেখার অর্থ, ‘প্রথমে পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এখন পাকিস্তান তো ফাইনালই আয়োজন করতে পারছে না।’
पहले
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 4, 2025
पाकिस्तान टूर्नामेंट से बाहर।
और अब
फाइनल पाकिस्तान से बाहर
আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের তিন ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল—ভারত তাদের পাঁচ ম্যাচের পাঁচটিই খেলছে দুবাইয়ে। টুর্নামেন্টের পাকিস্তান পর্ব তাই শেষ হচ্ছে আজ। লাহোরে এখন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ১ উইকেটে ১১১ রান করেছে কিউইরা। রাচীন রবীন্দ্র ৫৫ বলে ৯ চারে ৬০ রান করে অপরাজিত। উইলিয়ামসন ২৭ রানে ব্যাটিং করছেন। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। রোববার দুবাইয়ে হবে ফাইনাল।
এক ভেন্যুতে সব ম্যাচ খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে দেখে সমালোচনার ঝড় উঠেছে। নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো ধারাভাষ্যকারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন ভারতকে নিয়ে করেছেন সমালোচনা। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ অবশ্য কৌশলে উত্তর দিয়েছেন। তাঁর মতে ভারত যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। আর ভারতের কাছে সেমিফাইনালে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্মিথ।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৫ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৫ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৬ ঘণ্টা আগে