Ajker Patrika

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

ক্রীড়া ডেস্ক    
ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখন আজমতউল্লাহ ওমরজাই। ছবি: এএফপি
ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখন আজমতউল্লাহ ওমরজাই। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে চলমান চ্যাম্পিয়নস ট্রফি এসে পড়েছে শেষভাগে। লাহোরে আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে খেলছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের দিনই আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র‍্যাঙ্কিং। সেখানে দেখা গেছে, দুই ধাপ এগিয়ে ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। ২৪ বছর বয়সী আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৯৬। ওমরজাই শীর্ষে ওঠায় সিংহাসনচ্যুত হয়েছেন মোহাম্মদ নবী। শীর্ষস্থান খুইয়ে এখন তিনি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে অবস্থান করছেন। তাঁর রেটিং পয়েন্ট ২৯২।

ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে পাঁচটি পরিবর্তন হয়েছে। নবী, ওমরজাইয়ের জায়গা পরিবর্তন তো রয়েছেই। এক ধাপ পিছিয়ে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এখন তৃতীয় স্থানে সিকান্দার রাজা। তাঁর রেটিং পয়েন্ট ২৯০। বাকি দুইটি জায়গা অদলবদল হয়েছে মিচেল স্যান্টনার ও রশিদ খানের মধ্যে। এক ধাপ এগিয়ে স্যান্টনার উঠে এসেছেন পাঁচ নম্বরে। আর রশিদ এক ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে গেছেন। স্যান্টনারের নেতৃত্বেই এবারের চ্যাম্পিয়নস ট্রফি খেলছে কিউইরা। ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ওমরজাইয়ের। ১২ ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে তিন ম্যাচে ৪২ গড়ে ১২৬ রান করেছেন। ব্যাটিং করেছেন ১০৪.১৩ স্ট্রাইকেরেটে। লাহোরে ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন ফিফটি (৬৩ বলে ৬৭ রান)। একই ভেন্যুতে ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৮ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে, সেখানে অলরাউন্ড নৈপুন্য দেখিয়েছেন ওমরজাই। ছয় নম্বরে নেমে ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।

ভারতের কাছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল হারের পর আজ ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্টিভ স্মিথ। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন স্মিথ। দুবাইয়ে গত রাতে ভারতের বিপক্ষে ৯৬ বলে ৭৩ রান করেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। বাবর আজমও আগের মতো দুইয়ে অবস্থান করছেন। পাকিস্তানি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৭০।

ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ও চারে অবস্থান করছেন হাইনরিখ ক্লাসেন ও বিরাট কোহলি। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। কোহলি গত রাতে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন ৯৮ বলে ৮৪ রান। ২ ধাপ পিছিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর ব্যাটার রোহিত। শ্রেয়াস আইয়ার এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে ইব্রাহিম জাদরানের। ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে অবস্থান করছেন ইব্রাহিম। লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করে রেকর্ড বই তছনছ করেন তিনি।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার মাহিশ তিকশানা। তাঁর রেটিং পয়েন্ট ৬৮০। দুই ও তিন নম্বরে অবস্থান করছেন কেশব মহারাজ ও ম্যাট হেনরি। মহারাজ এগিয়েছেন দুই ধাপ। আর হেনরি এগিয়েছেন তিন ধাপ। মহারাজ ও হেনরির রেটিং পয়েন্ট ৬৬০ ও ৬৪৯। ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হেনরি ও মোহাম্মদ শামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত