Ajker Patrika

বিকেএসপিতে ঢাকা লিগে হঠাৎ কী নিয়ে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
বিকেএসপিতে ঢাকা লিগের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচে বাঁধল ঝামেলা।ছবি: আজকের পত্রিকা
বিকেএসপিতে ঢাকা লিগের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচে বাঁধল ঝামেলা।ছবি: আজকের পত্রিকা

২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) আজ শুরুর দিনেই বেঁধে গেল ঝামেলা। যার ফলে ম্যাচ ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছে।

ঝামেলা বেঁধেছে বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। প্রাইম ব্যাংকের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান ইরফান শুক্কুর। তাতেই ইরফান রান আউটের ফাঁদে কাঁটা পড়েন। এরপরই বাঁধে বিপত্তি। ক্রিকেটাররা মাঠ থেকে উঠে আসেন। ম্যাচ রেফারি আকতারুজ্জামান শিপারের সঙ্গে ডাগআউটে প্রাইম ব্যাংক কোচ তালহা জুবায়েরের তীব্র বাদানুবাদ হয়। জুবায়ের বলেন, ‘এটা কী হলো? আপনি কোথায় নামাচ্ছেন? এটা আউট দিলে আরও গলির ক্রিকেট বানিয়ে ফেলবেন। আম্পায়ারের ভুল আমি কেন মেনে নেব?’ এই ঘটনায় জুবায়েরকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন শিপার।

৩০ মিনিট বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়েছে। ২১৭ রানের লক্ষ্যে নামা প্রাইম ব্যাংকের স্কোর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৪ উইকেটে ৪২ রান। শাহাদাত হোসেন দীপু ব্যাটিং করছেন ২১ রানে। নাজমুল ইসলাম অপু অপরাজিত ১১ রানে।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৪৮.৪ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করে মোহাম্মদ আবদুল মাজিদ। ৭৩ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন এই ওপেনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত