Ajker Patrika

তামিমদের বিপক্ষে সেঞ্চুরি ইফতির, ব্যর্থ শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৪: ৫১
তামিম ইকবালের মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরি করেন ইফতেখার হোসেন ইফতি। যে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ইফতি সেঞ্চুরি করেন, সেটার সত্ত্বাধিকারী তামিম। ছবি: এএফপি
তামিম ইকবালের মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরি করেন ইফতেখার হোসেন ইফতি। যে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ইফতি সেঞ্চুরি করেন, সেটার সত্ত্বাধিকারী তামিম। ছবি: এএফপি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ২২ বছর বয়সী এই তরুণের সেঞ্চুরির দিনে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

মিরপুরে আবাহনী-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুমের ডিপিএল। শান্ত খেলছেন আবাহনীর জার্সিতে। এই ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫১ বলে ২০ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তাঁর ব্যর্থতার দিনে পুরো ৫০ ওভার ব্যাটিং করে আবাহনী ২৩৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৫ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ তামিম একই সঙ্গে পক্ষ ও প্রতিপক্ষ হয়ে খেলছেন। তাঁর নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আবার গুলশানের সত্ত্বাধিকারীও তামিম। এই দলে খেলছেন ইফতি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান শুরুতেই চাপে পড়ে। ৬.২ ওভারে ২ উইকেটে ৩৪ রানে পরিণত হয় দলটি। গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ওপেনিংয়ে নেমে ১১ বলে ৪ রান করেছেন। তিন নম্বরে নামা খালিদ হাসান করেন ৮ বলে ৮ রান।

বিপদে পড়া গুলশানের হাল ধরেন চার নম্বরে নামা ইফতি। তৃতীয় উইকেটে জাওয়াদ আবরারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইফতি। এরপর ইফতি চতুর্থ উইকেটে ১০০ ছুঁইছুঁই জুটি গড়তে অবদান রাখেন। উইকেটরক্ষক ব্যাটার হাবিবুর শেখ মুন্নার সঙ্গে ইফতির এই জুটিতে এসেছে ৯৪ রান। বিপর্যয় সামাল দেওয়া ইফতি সেঞ্চুরি করেন ১০৪ বলে। ২২ বছর বয়সী এই ব্যাটার সপ্তম ওভারে নেমে আউট হয়েছেন ৪৯তম ওভারে। ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করেন ইফতি। ৪৯তম ওভারের প্রথম বলে ইফতিকে ফিরিয়েছেন আবু হায়দার রনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন তামিম ইকবাল। নির্ধারিত ৫০ ওভারে গুলশান করে ৮ উইকেটে ২৯৮ রান।

রূপগঞ্জ টাইগার্সের ব্যাটিং লাইনআপ ধসে গেছে। বিকেএসপির চার নম্বর মাঠে এমন উদযাপনের উপলক্ষ্য বারবার পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ছবি: প্রাইম ব্যাংক
রূপগঞ্জ টাইগার্সের ব্যাটিং লাইনআপ ধসে গেছে। বিকেএসপির চার নম্বর মাঠে এমন উদযাপনের উপলক্ষ্য বারবার পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ছবি: প্রাইম ব্যাংক

দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৪৮.৪ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করে মোহাম্মদ আবদুল মাজিদ। ৭৩ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন এই ওপেনার। প্রাইম ব্যাংকের আরাফাত সানি ও নাহিদুল ইসলাম তিনটি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত