প্রচারণা সীমিত করার ঘোষণা দুই প্রার্থীর
কক্সবাজারের চকরিয়ায় চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে শব্দ দূষণ কমাতে একজন প্রার্থী প্রচার মাইক বন্ধ এবং অন্যজন প্রচারণা সীমিত করার ঘোষণা দিয়েছেন। উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব ও কাকারার মোহাম্মদ ইসমত-ই ইলাহী এই ঘোষণা দেন।