Ajker Patrika

এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৪: ০৫
এসএসসি পরীক্ষার্থীর  লাশ উদ্ধার

ভোলায় অর্ণব (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সে ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অনুজ কাঁহালী রোডের হারুন অর রশিদের ছেলে। সে ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। পুলিশের ধারণা, গত রোববারের এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় মানসিক যন্ত্রণার কারণে অর্ণব আত্মহত্যা করেছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এসএসসি পরীক্ষার্থী অর্ণব গত রোববার রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোরে তাঁর স্বজনরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি এনায়েত হোসেন জানান, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এসএসসি পরীক্ষার্থী অর্ণবের রোববার চলতি এসএসসি পরীক্ষা হয়তো খারাপ হয়েছে। এতে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পাড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত