Ajker Patrika

কুবিতে এসএসসি-এইচএসসির ফলকে প্রাধান্য দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি, শিক্ষার্থীদের ক্ষোভ

কুবি প্রতিনিধি
কুবিতে এসএসসি-এইচএসসির ফলকে প্রাধান্য দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি, শিক্ষার্থীদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ভর্তি বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসির রেজাল্টকে প্রাধান্য দেওয়া  হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করা হয়। 

এ বিজ্ঞপ্তি অনুসারে, কুবিতে ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। যার মধ্যে ১০০ নম্বর আসবে ভর্তি পরীক্ষা থেকে। বাকি ১০০ নম্বর আসবে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল থেকে। 

তবে মেধা তালিকা তৈরির এ পদ্ধতি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে। 

এভাবে জিপিএর ওপর ১০০ নম্বর রাখায় গুচ্ছ ভুক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী অনন্যা অনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলার প্রকাশ করেছে জিপিএতে ১০০ মার্কস রেখে। যেটা কম জিপিএ প্রাপ্ত কিন্তু গুচ্ছে ভালো স্কোর পাওয়া শিক্ষার্থীদের জন্য অভিশাপ স্বরূপ। 

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে অনেকেই বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে বলেছিল অটো পাসের  ফল নয়, গুচ্ছের ফল দিয়ে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হবে। তাহলে আজকে আমাদের এত দুর্ভোগ কেন? 

এদিকে জিপিএতে নম্বর ১০০ রাখার বিষয়টির সমালোচনা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, কুবিতে গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তিতে জিপিএর ওপর ১০০ মার্ক ধরা হয়েছে। যেখানে আগের মার্ক ছিল ৫০, আর অটোপাশের রেজাল্টে ধরেছে ১০০। এমন উদ্ভট সিদ্ধান্ত একজন কুবিয়ান হিসেবে মেনে নিতে পারছি না। 

জিপিএতে নম্বর ১০০ রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেহেতু কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে তাই আমরাও গুরুত্বের সঙ্গে বিষয়টি আগামীকাল অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে তা উপস্থাপন করব। সেখান থেকে গৃহীত সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেওয়া  হবে। 

উল্লেখ্য, সারা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিপিএর ওপরে ৫০ নম্বর হিসেব করা হতো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত