এলপিজির নির্ধারিত দাম মানছে না কেউই
খুচরা ব্যবসায়ীদের কথার সত্যতা যাচাই করতে আজকের পত্রিকা যোগাযোগ করে আজিমপুর, লালবাগ ও ইসলামবাগের এলপিজির ডিলারদের সঙ্গে। তাঁরা জানান, খুচরা ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার ডিলার ৯২০ বা ৯৪০ টাকা, বেক্সিমকোর ডিলার ৯৫০ টাকা, পেট্রোম্যাক্স ডিলার ৯৬০ টাকায় ১২ কেজির এলপিজি গ্যাস দিচ্ছেন