নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণে ডাকা গণশুনানি স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট এই শুনানি হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার রাতে এক নোটিশে তা স্থগিত করার কথা জানিয়েছে বিইআরসি।
বিইআরসির নোটিশে বলা হয়েছে, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গণশুনানির বিষয়ে ১২ আগস্ট একটি রুল জারি করেছে। এই রুলের কারণে এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে ১৭–১৮ আগস্ট অনুষ্ঠেয় গণশুনানি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
গত ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছিল, ১৭ আগস্ট রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুরু হবে এলপিজির দাম পুনর্নির্ধারণ গণশুনানি। একদিনে যদি শুনানি না হয়, তাহলে ১৮ আগস্টও রাখা হয়েছিল আলোচনার সুযোগ। দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দেওয়ার চার মাসের মাথায় আবারও গণশুনানির সিদ্ধান্ত নিয়েছিল বিইআরসি।
গত ১২ এপ্রিল এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকরে অসহযোগিতার অভিযোগও আসে তাঁদের বিরুদ্ধে। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এর পরিপ্রেক্ষিতেই পুনরায় গণশুনানি আয়োজনের ঘোষণা দেয় বিইআরসি।
এ বিষয়ে বিইআরসির সদস্য (গ্যাস) তৌফিক–ই–ইলাহী চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত মূল্য প্রতি মাসের সৌদি আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস আর অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটরেরা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এখন যেহেতু আদালতের নির্দেশনা এসেছে, তাই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই সিদ্ধান্ত স্থগিত করলাম।
তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণে ডাকা গণশুনানি স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট এই শুনানি হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার রাতে এক নোটিশে তা স্থগিত করার কথা জানিয়েছে বিইআরসি।
বিইআরসির নোটিশে বলা হয়েছে, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গণশুনানির বিষয়ে ১২ আগস্ট একটি রুল জারি করেছে। এই রুলের কারণে এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে ১৭–১৮ আগস্ট অনুষ্ঠেয় গণশুনানি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
গত ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছিল, ১৭ আগস্ট রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুরু হবে এলপিজির দাম পুনর্নির্ধারণ গণশুনানি। একদিনে যদি শুনানি না হয়, তাহলে ১৮ আগস্টও রাখা হয়েছিল আলোচনার সুযোগ। দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দেওয়ার চার মাসের মাথায় আবারও গণশুনানির সিদ্ধান্ত নিয়েছিল বিইআরসি।
গত ১২ এপ্রিল এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকরে অসহযোগিতার অভিযোগও আসে তাঁদের বিরুদ্ধে। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এর পরিপ্রেক্ষিতেই পুনরায় গণশুনানি আয়োজনের ঘোষণা দেয় বিইআরসি।
এ বিষয়ে বিইআরসির সদস্য (গ্যাস) তৌফিক–ই–ইলাহী চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত মূল্য প্রতি মাসের সৌদি আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস আর অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটরেরা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এখন যেহেতু আদালতের নির্দেশনা এসেছে, তাই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই সিদ্ধান্ত স্থগিত করলাম।
রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্ব
১ ঘণ্টা আগেমানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
২ ঘণ্টা আগেসভায় উপদেষ্টা জানান, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে বার্ডস গ্রুপ, টিএনজেড গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ডার্ড গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইলস লিমিটেড, রোয়ার ফ্যাশন লিমিটেড, মাহমুদ জিন্স লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড ও গোল্ডস্টার গার্মেন্টস
২ ঘণ্টা আগেদুদকের মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বেঙ্গল ও অ্যান্ড এম সার্ভিসেসের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখায় হিসাব খোলেন জন হক সিকদার। একই দিনে বিদ্যুৎকেন্দ্রের দুটি কার্যাদেশ বাস্তবায়নের কথা বলে ১৫০ কোটি টাকার বাই-মুরাবাহা ঋণের আবেদন করেন তিনি।
৩ ঘণ্টা আগে