নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ভোক্তাদের জন্য আগামী সেপ্টেম্বরের জন্য এলপিজির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ টাকা। একই সঙ্গে লিটারে ১ টাকা ৮৫ পয়সা বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দাম এলপিজির দাম বাড়ল। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে। এপ্রিলে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। মে মাসে যা ছিল ৯০৬ টাকা, জুনে ৮৪২ টাকা, জুলাইয়ে ৮৯১ টাকা আর আগস্টে ৯৯৩ টাকা।
আজ মঙ্গলবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে, বহাল থাকবে পুরো মাস।
নতুন দর অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ১২ কেজি রান্নার গ্যাসের সর্বোচ্চ খুচরা দাম মূল্য সংযোজন করসহ (মূসক) বিদ্যমান ৯৯৩ টাকা থেকে বেড়ে সেপ্টেম্বরে ১ হাজার ৩৩ টাকা হবে। এই মাসের জন্য অটো গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা, আগস্টে যা ছিল ৪৮ টাকা ৭১ পয়সা।
এদিকে উৎপাদন পর্যায়ে খরচ অপরিবর্তিত থাকায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে নির্ধারিত ৫৯১ টাকাই থাকছে।
এলপিজি মূলত প্রোপেন আর বিউটেন নামে দুটি গ্যাসের মিশ্রণ, যা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। তাদের নির্ধারিত চুক্তিমূল্য (সিপি) বা সৌদি সিপিকেই ভিত্তি হিসেবে ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘যেহেতু আমদানি পর্যায়ের দামের সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রা মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি। সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপির গড় দাম প্রতি টন ৬৫৬ দশমিক ৭৫ ডলার অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫: ৬৫ বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।’
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ভোক্তাদের জন্য আগামী সেপ্টেম্বরের জন্য এলপিজির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ টাকা। একই সঙ্গে লিটারে ১ টাকা ৮৫ পয়সা বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দাম এলপিজির দাম বাড়ল। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে। এপ্রিলে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। মে মাসে যা ছিল ৯০৬ টাকা, জুনে ৮৪২ টাকা, জুলাইয়ে ৮৯১ টাকা আর আগস্টে ৯৯৩ টাকা।
আজ মঙ্গলবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে, বহাল থাকবে পুরো মাস।
নতুন দর অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ১২ কেজি রান্নার গ্যাসের সর্বোচ্চ খুচরা দাম মূল্য সংযোজন করসহ (মূসক) বিদ্যমান ৯৯৩ টাকা থেকে বেড়ে সেপ্টেম্বরে ১ হাজার ৩৩ টাকা হবে। এই মাসের জন্য অটো গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা, আগস্টে যা ছিল ৪৮ টাকা ৭১ পয়সা।
এদিকে উৎপাদন পর্যায়ে খরচ অপরিবর্তিত থাকায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে নির্ধারিত ৫৯১ টাকাই থাকছে।
এলপিজি মূলত প্রোপেন আর বিউটেন নামে দুটি গ্যাসের মিশ্রণ, যা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। তাদের নির্ধারিত চুক্তিমূল্য (সিপি) বা সৌদি সিপিকেই ভিত্তি হিসেবে ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘যেহেতু আমদানি পর্যায়ের দামের সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রা মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি। সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপির গড় দাম প্রতি টন ৬৫৬ দশমিক ৭৫ ডলার অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫: ৬৫ বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।’
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্যাতনে নিহত বুয়েট...
৫ ঘণ্টা আগেচীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটালের পাঁচ সদস্যের একটি বিশেষ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তা করতেই এ টিম পাঠানো হয়েছে।
৮ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
৯ ঘণ্টা আগেমামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই খালিদ হাসান সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগে