বেনজেমা-বীরত্বে ম্লান এমবাপ্পে
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির ম্যাচটাকে দুই ভাগে করা যায়। প্রথম ভাগে কিলিয়ান এমবাপ্পে যদি নায়ক হয়, দ্বিতীয় ভাগে করিম বেনজেমা হয়েছেন মহানায়ক। বেনজেমার জ্বলে ওঠার রাতে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজিকে ৩-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৩-২) হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে রিয়াল।