Ajker Patrika

মেসির সঙ্গে দেখা করে গুঞ্জন বাড়ালেন বেকহামের ছেলে

মেসির সঙ্গে দেখা করে গুঞ্জন বাড়ালেন বেকহামের ছেলে

ফ্রান্সে লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দেখা করেছেন ডেভিড বেকহামের ছেলে রোমিও বেকহাম। আর্জেন্টাইন মহাতারকা মেসির সঙ্গে রোমিওর দেখা হওয়া নিয়ে ডানা মেলেছে নতুন গুঞ্জন। 

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর মেসিকে নাকি কিনতে চায় বেকহামের ক্লাব এমএলএস। আর এই খবর সামনে আসার পরই ছড়িয়ে পড়ে রোমিওর সঙ্গে মেসির যৌথ ছবি। এই ছবি দিয়ে ভবিষ্যতে মেসি এমএলএস যাওয়ার বার্তা দিয়েছেন কি না সেই প্রশ্নও তুলেছেন অনেকে। 

রোমিওকে জার্সি উপহার দেন নেইমারজানা গেছে, বান্ধবী মিয়া রেগানের সঙ্গে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে গিয়েছিলেন রোমিও। আর সেখানেই এমএনএম ত্রয়ীর সঙ্গে দেখা করেছেন রোমিও। নেইমারের কাছ থেকে এ সময় একটি জার্সিও উপহার পেয়েছেন রোমিও। 

ইংলিশ কিংবদন্তি বেকহামের ছেলে রোমিও নিজেও খেলেন ইন্টার মিয়ামি ‘বি’ দলের হয়ে। একই দলে এবার মেসিকেও আনতে চান বেকহাম। বেকহামের কাছের মানুষ জর্জ মাসও মেসির মিয়ামিতে আসার সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলেন, ‘মেসি ও ডেভিডের মধ্যে ভালো সম্পর্ক আছে। যদি সে পিএসজি ছাড়ে, তবে তাকে আমরা ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে দেখতে চাইব। আমরা চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত