Ajker Patrika

চোটে পড়ে রিয়াল ম্যাচ নিয়ে শঙ্কায় এমবাপ্পে

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১২: ৫৯
চোটে পড়ে রিয়াল ম্যাচ নিয়ে শঙ্কায় এমবাপ্পে

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নকআউট পর্বের দ্বিতীয় লেগের ম্যাচের আগে চোটে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপ্পে। এতে আগামীকাল রাতে তাঁর মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রথম লেগে পিএসজির জয়সূচক একমাত্র গোলটি আসে এমবাপ্পের পা থেকে। 

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে এমবাপ্পের আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অনুশীলনের সময় ডান পায়ে আঘাত পেয়েছেন এমবাপ্পে।’ 

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে চোটের অবস্থা বুঝতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এমবাপ্পে খেলতে পারবেন কি না, জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। তবে তাঁর ডান পায়ে সম্ভাব্য চিড় ধরার বিষয়টি অস্বীকার করেছে পিএসজি। 

মাদ্রিদে আগামীকাল শেষ পর্যন্ত খেলতে পারলে সেটি এমবাপ্পের জন্যও হতে পারে বিশেষ কিছু। প্রথম লেগে রিয়ালকে হারানোর নায়ক হয়তো পরের মৌসুম থেকে রিয়ালের জার্সিতেই খেলবেন। তাই ভবিষ্যৎ ঠিকানায় নিজেকে আরেক দফা পরখ করে নেওয়ার সুযোগ ছিল এই ফরাসি তারকার। 

এ ম্যাচ দিয়ে মাদ্রিদে ফেরার কথা ছিল রিয়ালের ঘরের ছেলে সার্জিও রামোসেরও। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় পুরোনো ঘরে দর্শক হয়ে থাকতে হবে তাঁকেও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত