ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচে নঁতের বিপক্ষে ধাক্কা খেয়েছিল পিএসজি। গোল মিসের খেসারত দিয়ে হারতে হয়েছিল সেই ম্যাচ। তবে এক ম্যাচ বাদেই লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পের যুগলবন্দীতে গত রাতে আবার জয়ের ধারায় ফিরেছে ফরাসি জায়ান্টরা। শনিবার রাতে ঘরের মাঠ সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তারা।
ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপজয়ী ফরাসি তারকার দুটো গোলেরই কারিগর মেসি। অন্য গোলটি করেছেন দানিলো পেরেরা। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে পিএসজি। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে সেন্ট এতিয়েন।
ঘরের মাঠে ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক খেলার পরিকল্পনা নিয়ে নামে পিএসজি। কিন্তু শুরুতেই গোল হজম করে ধাক্কা খায় তারা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকেরা। ম্যাচের ৪২ মিনিটে মেসি ও এমবাপ্পের যুগলবন্দীতে সমতায় ফেরে পিএসজি। মেসির পাস ধরে বক্সে ঢুকে এতিয়েনের গোলরক্ষককে ফাঁকি দিয়ে দারুণ এক শটে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মরিসিও পচেত্তিনোর দল।
দ্রুত ২ গোল করে ম্যাচ নিজেদের করে নেয় পিএসজি। দ্বিতীয় গোলটাও আসে মেসি-এমবাপ্পে রসায়ন থেকে। বক্সের সামনে থেকে মেসির বাড়ানো পাস ক্ষিপ্র গতিতে এসে এতিয়েনের পোস্ট ভেদ করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। ৫২ মিনিটে ৩-১ ব্যবধান করে ফেলে পিএসজি। এমবাপ্পের পাস থেকে গোল করেন দানিলো।
ম্যাচে ৬২ ভাগ বলের দখল ছিল পিএসজির পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২১ শটের ৮টিই লক্ষ্যে রাখেন মেসি-এমবাপ্পেরা। ৩৮ ভাগ বল দখলের পাশাপাশি ১৩টি শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে সেন্ট এতিয়েন। তবে একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচে নঁতের বিপক্ষে ধাক্কা খেয়েছিল পিএসজি। গোল মিসের খেসারত দিয়ে হারতে হয়েছিল সেই ম্যাচ। তবে এক ম্যাচ বাদেই লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পের যুগলবন্দীতে গত রাতে আবার জয়ের ধারায় ফিরেছে ফরাসি জায়ান্টরা। শনিবার রাতে ঘরের মাঠ সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তারা।
ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপজয়ী ফরাসি তারকার দুটো গোলেরই কারিগর মেসি। অন্য গোলটি করেছেন দানিলো পেরেরা। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে পিএসজি। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে সেন্ট এতিয়েন।
ঘরের মাঠে ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক খেলার পরিকল্পনা নিয়ে নামে পিএসজি। কিন্তু শুরুতেই গোল হজম করে ধাক্কা খায় তারা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকেরা। ম্যাচের ৪২ মিনিটে মেসি ও এমবাপ্পের যুগলবন্দীতে সমতায় ফেরে পিএসজি। মেসির পাস ধরে বক্সে ঢুকে এতিয়েনের গোলরক্ষককে ফাঁকি দিয়ে দারুণ এক শটে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মরিসিও পচেত্তিনোর দল।
দ্রুত ২ গোল করে ম্যাচ নিজেদের করে নেয় পিএসজি। দ্বিতীয় গোলটাও আসে মেসি-এমবাপ্পে রসায়ন থেকে। বক্সের সামনে থেকে মেসির বাড়ানো পাস ক্ষিপ্র গতিতে এসে এতিয়েনের পোস্ট ভেদ করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। ৫২ মিনিটে ৩-১ ব্যবধান করে ফেলে পিএসজি। এমবাপ্পের পাস থেকে গোল করেন দানিলো।
ম্যাচে ৬২ ভাগ বলের দখল ছিল পিএসজির পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২১ শটের ৮টিই লক্ষ্যে রাখেন মেসি-এমবাপ্পেরা। ৩৮ ভাগ বল দখলের পাশাপাশি ১৩টি শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে সেন্ট এতিয়েন। তবে একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা।
ফাইনালে দুজনই ভারতের প্রতিযোগী। নারী দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের বিজয়ী দেশটি থেকেই হবে—এক রকম নিশ্চিতই ছিল। প্রশ্ন ছিল ইতিহাস গড়বেন কে? ৩৮ বছরের কোনেরু হাম্পি, না ১৯ বছরের দিব্যা দেশমুখ। শেষ পর্যন্ত বাজিমাত করলেন দিব্যা। আজ টাইব্রেকারে হাম্পিকে হারিয়ে দাবায় ভারতের প্রথম নারী বিশ্বচ্যাম্পিয়নের গৌরব..
২৩ মিনিট আগেতাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর বাল্যবন্ধু সিফাত সৌরভ। অভিযোগ করা হয়েছে, মদ্যপ অবস্থায় বন্ধুকে গাড়িতে উঠিয়ে মারধর করেছেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে আলোচনাও হচ্ছে বেশ। এবার ফেসবুকে এক পোস্টে নিজের অবস্থান
৪৪ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দিন বেন স্টোকস বোলিং করতে পারবেন কি না, এ নিয়ে ছিল সংশয়। তারপরও তিনি বল হাতে নিয়েছেন, যদিও বেশি ওভার বল করেননি। তবে লোকেশ রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন স্টোকসই। ফিট থাকলে হয়তো নিজেকে আরও নিংড়ে দিতেন ইংলিশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন শুধু ১১
২ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় ১২ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই তাদের। এটাও একরকম বন্ধ হতে বসেছিল এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটকন নিহতের ঘটনায়।
২ ঘণ্টা আগে