Ajker Patrika

১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙল মেসি-এমবাপ্পেদের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৪
১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙল মেসি-এমবাপ্পেদের

নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত। এর মধ্যে কদিন আগে চ্যাম্পিয়নস লিগের রুদ্ধদ্বার ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি তো এখনো তরতাজা পিএসজির জন্য। তবে এসবকে অতীত বানিয়ে গত রাতে হার সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ান টেবিলের পাঁচে থাকা নঁতের কাছে ৩-১ গোলে হেরেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা। 

এদিন একাদশে ফেরেন নেইমার। দলের সেরা তারকাদের একসঙ্গে পেয়েও হার এড়াতে পারেনি পিএসজি। এই হারে ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছে মেসি-এমবাপ্পেদের। নঁতের মাঠে অতিথিরা প্রথম গোল হজম করে ম্যাচের চতুর্থ মিনিটেই। ফরাসি স্ট্রাইকার র‍্যান্ডাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। 

ম্যাচের সময় ২০ মিনিট ছাড়ানোর আগে পিএসজিকে দ্বিতীয় ধাক্কা দেয় নঁতে। ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। নঁতের একের পর এক আক্রমণে ভালোই খাবি খেয়েছে পিএসজির রক্ষণ। তবে বারবার রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক কেইলর নাভাস। গোলের সুযোগ পেয়েছিল পিএসজিও। তবে যেন গোল মিস করবেন বলে পণ করে নামেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়েরা। 

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ৩-০ করেন লুদোভিচ ব্লাসে। ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেওয়া হয় পিএসজির বিপক্ষে। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ব্লাসে। বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই একটা গোল শোধ করে পিএসজি। বক্সের ভেতরে পাওয়া মেসির পাস থেকে ডান পায়ের শটে ৩-১ করেন নেইমার। কিন্তু এই গোলের মিনিট দশেক পরে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত