নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত। এর মধ্যে কদিন আগে চ্যাম্পিয়নস লিগের রুদ্ধদ্বার ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি তো এখনো তরতাজা পিএসজির জন্য। তবে এসবকে অতীত বানিয়ে গত রাতে হার সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ান টেবিলের পাঁচে থাকা নঁতের কাছে ৩-১ গোলে হেরেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
এদিন একাদশে ফেরেন নেইমার। দলের সেরা তারকাদের একসঙ্গে পেয়েও হার এড়াতে পারেনি পিএসজি। এই হারে ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছে মেসি-এমবাপ্পেদের। নঁতের মাঠে অতিথিরা প্রথম গোল হজম করে ম্যাচের চতুর্থ মিনিটেই। ফরাসি স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
ম্যাচের সময় ২০ মিনিট ছাড়ানোর আগে পিএসজিকে দ্বিতীয় ধাক্কা দেয় নঁতে। ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। নঁতের একের পর এক আক্রমণে ভালোই খাবি খেয়েছে পিএসজির রক্ষণ। তবে বারবার রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক কেইলর নাভাস। গোলের সুযোগ পেয়েছিল পিএসজিও। তবে যেন গোল মিস করবেন বলে পণ করে নামেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়েরা।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ৩-০ করেন লুদোভিচ ব্লাসে। ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেওয়া হয় পিএসজির বিপক্ষে। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ব্লাসে। বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই একটা গোল শোধ করে পিএসজি। বক্সের ভেতরে পাওয়া মেসির পাস থেকে ডান পায়ের শটে ৩-১ করেন নেইমার। কিন্তু এই গোলের মিনিট দশেক পরে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত। এর মধ্যে কদিন আগে চ্যাম্পিয়নস লিগের রুদ্ধদ্বার ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি তো এখনো তরতাজা পিএসজির জন্য। তবে এসবকে অতীত বানিয়ে গত রাতে হার সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ান টেবিলের পাঁচে থাকা নঁতের কাছে ৩-১ গোলে হেরেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
এদিন একাদশে ফেরেন নেইমার। দলের সেরা তারকাদের একসঙ্গে পেয়েও হার এড়াতে পারেনি পিএসজি। এই হারে ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছে মেসি-এমবাপ্পেদের। নঁতের মাঠে অতিথিরা প্রথম গোল হজম করে ম্যাচের চতুর্থ মিনিটেই। ফরাসি স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
ম্যাচের সময় ২০ মিনিট ছাড়ানোর আগে পিএসজিকে দ্বিতীয় ধাক্কা দেয় নঁতে। ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। নঁতের একের পর এক আক্রমণে ভালোই খাবি খেয়েছে পিএসজির রক্ষণ। তবে বারবার রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক কেইলর নাভাস। গোলের সুযোগ পেয়েছিল পিএসজিও। তবে যেন গোল মিস করবেন বলে পণ করে নামেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়েরা।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ৩-০ করেন লুদোভিচ ব্লাসে। ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেওয়া হয় পিএসজির বিপক্ষে। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ব্লাসে। বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই একটা গোল শোধ করে পিএসজি। বক্সের ভেতরে পাওয়া মেসির পাস থেকে ডান পায়ের শটে ৩-১ করেন নেইমার। কিন্তু এই গোলের মিনিট দশেক পরে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
ফাইনালে দুজনই ভারতের প্রতিযোগী। নারী দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের বিজয়ী দেশটি থেকেই হবে—এক রকম নিশ্চিতই ছিল। প্রশ্ন ছিল ইতিহাস গড়বেন কে? ৩৮ বছরের কোনেরু হাম্পি, না ১৯ বছরের দিব্যা দেশমুখ। শেষ পর্যন্ত বাজিমাত করলেন দিব্যা। আজ টাইব্রেকারে হাম্পিকে হারিয়ে দাবায় ভারতের প্রথম নারী বিশ্বচ্যাম্পিয়নের গৌরব..
২১ মিনিট আগেতাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর বাল্যবন্ধু সিফাত সৌরভ। অভিযোগ করা হয়েছে, মদ্যপ অবস্থায় বন্ধুকে গাড়িতে উঠিয়ে মারধর করেছেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে আলোচনাও হচ্ছে বেশ। এবার ফেসবুকে এক পোস্টে নিজের অবস্থান
৪২ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দিন বেন স্টোকস বোলিং করতে পারবেন কি না, এ নিয়ে ছিল সংশয়। তারপরও তিনি বল হাতে নিয়েছেন, যদিও বেশি ওভার বল করেননি। তবে লোকেশ রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন স্টোকসই। ফিট থাকলে হয়তো নিজেকে আরও নিংড়ে দিতেন ইংলিশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন শুধু ১১
২ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় ১২ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই তাদের। এটাও একরকম বন্ধ হতে বসেছিল এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটকন নিহতের ঘটনায়।
২ ঘণ্টা আগে