ওয়েবসাইট বানিয়ে দেবে এআই
একটা ওয়েবসাইট তৈরিতে অনেক বিষয়ে দক্ষ হতে হয়। কোডিং জানতে হয়, ডিজাইন করতে হয়—আরও কত কী! এসব এখন না জানলেও চলবে। কারণ এআই বানিয়ে দেবে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটি এআই টুল দিয়ে বানিয়ে দেবে আরেকটি ওয়েবসাইট। ফলে কোডিং বা ডিজাইন না জানলেও আপনাকে জানতে হবে সেসব ওয়েবসাইটের নাম।