Ajker Patrika

অনলাইন উদ্যোক্তারা যেভাবে এআইতে দক্ষ হবেন

কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
Thumbnail image

অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসা বাড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেকোনো উদ্যোক্তা সহজে এ বিষয়ে নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন। এ জন্য সব সময় অর্থ ব্যয় করতে হবে, তা নয়। 

অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম
এআই এবং সোশ্যাল মিডিয়া টুলস কোর্স: কোর্সেরা, উডেমি এবং লিংকডইন লার্নিংয়ের মতো  প্ল্যাটফর্মগুলো এআই, ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টুল শেখাতে সাশ্রয়ী বা বিনা মূল্যের কোর্স অফার করে। এগুলো থেকে উদ্যোক্তারা শিখতে পারেন

  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেসিক। 
  • কীভাবে এআই টুল কাজ করে।
  • অটোমেশন কৌশল ইত্যাদি।

ইউটিউব টিউটোরিয়াল
অন্য অনেক কিছুর মতো বিনা মূল্যে এআইয়ের ব্যবহার শিখতে ইউটিউবের বিকল্প খুব কম আছে। উদ্যোক্তারা ‘হাউ টু ইউজ এআই ফর ইনস্টাগ্রাম’ কিংবা ‘এআই ফর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং’ লিখে অনুসন্ধান করলেই পেয়ে যাবেন প্রচুর ভিডিও। 

পরীক্ষা করতে করতে শিখুন

  • উদ্যোক্তারা নিজের ব্যবসার ডিজাইন করার   জন্য ফ্রি কিংবা প্রিমিয়াম এআই টুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে করতে অনেক কিছু শিখতে পারেন।
  • ডিজাইনের জন্য ক্যানভা এবং ভিডিও তৈরির জন্য লুমেন ৫-এর মতো টুল ব্যবহার করুন। 
  • সোশ্যাল মিডিয়া অটোমেশনের জন্য বাফার, হুটসুইট ব্যবহার করতে পারেন। এগুলো পোস্ট শিডিউল করা ও তথ্য বিশ্লেষণ ট্র্যাক করতে পারবেন বিনা মূল্যে এবং শিখতে পারবেন  অনেক কিছু। 
  • টিডিও বা মানিচ্যাটের মতো টুল সোশ্যাল  মিডিয়া অ্যাকাউন্ট বা ওয়েবসাইটে একীভূত করার জন্য সহজ সেটআপের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
  • এসইম্রাস, মোজ বা উবারসাজেস্টের বিনা মূল্যের সংস্করণগুলো কি-ওয়ার্ড গবেষণা, প্রতিযোগীদের তথ্য বিশ্লেষণ এবং সামাজিক মিডিয়ায় কনটেন্ট অপটিমাইজেশন উন্নত করতে ব্যবহার করা  যেতে পারে।

অনলাইন কমিউনিটি এবং ফোরামে অংশগ্রহণ করুন
ডিজিটাল মার্কেটিং, এআই এবং উদ্যোক্তাদের সঙ্গে সম্পর্কিত রেডিট, ফেসবুক গ্রুপ বা কোয়ারার মতো সামাজিক মিডিয়া গ্রুপ বা ফোরামে যুক্ত হোন। অনেক এআই এবং মার্কেটিং গ্রুপের স্ল্যাক বা ডিসকর্ড চ্যানেল রয়েছে। এসব প্ল্যাটফর্মে নতুন টুল নিয়ে আলোচনা হয়, অনেকে টিপস শেয়ার করে এবং বিভিন্ন সমস্যার সমাধান দেয়। এগুলো এআই বিষয়ে শেখার ভালো মাধ্যম। 

ওয়েবিনার এবং অনলাইন কর্মশালায় অংশগ্রহণ করুন
হাবস্পট, গুগল বা ফেসবুক ফর বিজনেসের মতো অনেক প্ল্যাটফর্ম প্রায় সময় এআই মার্কেটিংয়ের কৌশল, সোশ্যাল মিডিয়া গ্রোথ হ্যাকস এবং ব্যবসার জন্য অ্যানালিটিকস ব্যবহার নিয়ে বিনা মূল্যে ওয়েবিনার আয়োজন করে। সেগুলোতে অংশ নিন। অনেক কিছু শিখতে পারবেন।

ছোট ছোট প্রকল্পে পরীক্ষা করুন
নিজের ব্যবসার জন্য প্রয়োজনীয় এক বা দুটি এআই টুল বাছাই করে ছোট স্কেলে পরীক্ষা করুন। এ জন্য প্রাথমিকভাবে সাধারণ গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে ফেসবুক মেসেঞ্জারের মৌলিক চ্যাটবট পরীক্ষা করতে পারেন। এক সপ্তাহের জন্য পোস্ট স্বয়ংক্রিয় করতে এআই চালিত সোশ্যাল মিডিয়া শিডিউলিং টুল ব্যবহার করুন। ক্যানভার মতো এআই ডিজাইন টুল ব্যবহার করে ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করুন এবং এটি কীভাবে কাজ করে, তা ট্র্যাক করুন।

ফ্রিল্যান্সারদের সহযোগিতা নিন
দেশে অসংখ্য ফ্রিল্যান্সার আছেন, যাঁরা এআই টুল নিয়ে ভালো কাজ করেন। তাঁদের কাছে এআই টুলের কাজ শিখতে পারেন অথবা চ্যাটবট সেটআপ কিংবা বিজ্ঞাপন পরিচালনার মতো আউটসোর্সিং কাজের জন্য একজন পরামর্শক নিয়োগ করে, তাঁর কাছ থেকেও হাতে-কলমে শিখতে পারেন আপনার প্রয়োজনীয় বিষয়গুলো। এ ছাড়া এআই ইন্টিগ্রেশন বোঝে, এমন ডিজিটাল মার্কেটিং কোচদের সঙ্গে কাজ করুন।

পরামর্শ

  • গ্রাহকের সঙ্গে যোগাযোগের জন্য এআই চ্যাটবটের ব্যবহার শিখুন। 
  • সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি বা ক্যাপশন লেখার জন্য Canva, Copy.ai বা Jasperসহ অন্যান্য এআই টুলের ব্যবহার শিখুন।
  • সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের জন্য ফেসবুক বিজ্ঞাপন ম্যানেজার বা গুগল অ্যাডের মতো এআই টুল ব্যবহার শিখুন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত