এআই অগ্রযাত্রায় চিপ
নতুন এআই চিপ আর্টেমিস প্রকাশের ঘোষণা দিয়ে এআই চিপ ইন্ডাস্ট্রিতে বিরাট এক মাইলফলক অর্জন করেছে মেটা কোম্পানি। নতুন এআই চিপটি মেটার সব প্রোডাক্ট, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন এআইভিত্তিক ফিচারের জন্য প্রয়োজনীয় কম্পিউটেশনাল সক্ষমতা বাড়ানোর মতো করে ডিজাইন করা হয়েছে।