কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
চিপ সরবরাহের বিকল্প নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করেছে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। সেই সঙ্গে খরচ কমানোর উপায় খুঁজছে কোম্পানিটি। এজন্য নিজেরাই সবকিছু তৈরির চিন্তা–ভাবনা করছে। চিপ উৎপাদনের জন্য ‘ফাউন্ড্রি’ নামে পরিচিত কারখানার নেটওয়ার্ক তৈরির জন্য ব্যয়বহুল পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানিটি। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহ করার বিষয়েও বিবেচনা করেছে ওপেনএআই।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই উচ্চাকাঙ্ক্ষী ফাউন্ড্রি বাস্তবায়নের জন্য অনেক অর্থ ও সময় প্রয়োজন। তাই এখনকার মতো পরিকল্পনাগুলো বাদ দিয়েছে এবং নিজস্ব চিপ ডিজাইনে মনোনিবেশ করছে কোম্পানিটি।
প্রয়োজনীয় চিপের সরবরাহ নিশ্চিত করতে এবং খরচ কমানোর জন্য চিপ শিল্পের বিভিন্ন কোম্পানির সঙ্গে অংশীদারত্ব এবং নিজস্ব চিপ তৈরিসহ অন্যান্য পন্থার মিশ্রণ ব্যবহার করেছে ওপেনএআই। কোম্পানিটি আমাজন, মেটা, গুগল এবং মাইক্রোসফটের মতো কাজ করছে।
গত মঙ্গলবার ব্রডকমের শেয়ার দর ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে যায় এবং এএমডির শেয়ার দর ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়।
ওপেনএআই নিজেদের সিস্টেমগুলো প্রশিক্ষণ এবং চালানোর জন্য কম্পিউটিং শক্তির ওপর অনেক বেশি নির্ভর করে। এনভিডিয়ার এর গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এর অন্যতম বৃহত্তম ক্রেতা ওপেনএআই। চিপগুলো ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দেয় কোম্পানিটি। এআই বিভিন্ন ডেটা থেকে শিখে ও নতুন তথ্যের ভিত্তিতে পূর্বাভাস বা অনুসিদ্ধান্ত দেয়।
সূত্রগুলোর মতে, ওপেনএআই নিজস্ব এআই চিপ তৈরি জন্য কয়েক মাস ধরে ব্রডকমের সঙ্গে কাজ করছে। চিপগুলো ইনফারেন্স বা এআইয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর ভিত্তি করে তৈরি করা হবে। বর্তমানে ‘প্রশিক্ষণ চিপের’ চাহিদা বেশি। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন যে, ভবিষ্যতে এআই অ্যাপ্লিকেশনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইনফারেন্স চিপের চাহিদা প্রশিক্ষণ চিপকেও ছাড়িয়ে যেতে পারে।
অ্যালফাবেটের মতো বিভিন্ন কোম্পানিকে চিপ ডিজাইন কাস্টমাইজ করতে সাহায্য করে ব্রডকম। কোম্পানিটি ডিজাইনের এমন অংশ সরবরাহ করে যার ফলে চিপগুলোর মধ্যে তথ্য দ্রুত স্থানান্তর হয়। এই প্রক্রিয়া এআই সিস্টেমগুলোর জন্য গুরুত্বপূর্ণ। কারণ এসব সিস্টেমে দশ হাজারেরও বেশি চিপ একসঙ্গে কাজ করে।
চিপ তৈরির জন্য ২০ সদস্যের দল তৈরি করেছে ওপেনএআই। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রকৌশলীরা। এর মধ্যে রয়েছেন থমাস নরি এবং রিচার্ড হো। তারা এর আগে গুগলে টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ)।
ব্রডকমের মাধ্যমে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) এর সঙ্গে কাজ করবে ওপেনএআই। ২০২৬ সালে ওপেনএআইয়ের প্রথম কাস্টম চিপ তৈরি করবে টিএসএমসি। তবে এই সময়সীমা পরিবর্তিত হতে পারে।
বর্তমানে চিপ শিল্পের বাজারে ৮০ শতাংশের বেশি শেয়ার রয়েছে এনভিডিয়ার। তবে চাহিদা অনুযায়ী চিপের ঘাটতি এবং তৈরির খরচের কারণে মাইক্রোসফট, মেটা এবং ওপেনএআইয়ের এর মতো বড় গ্রাহকেরা নিজস্ব চিপ তৈরি বা অন্য বিকল্পের অনুসন্ধান করছে।
মাইক্রোসফটের এআই মডেল অ্যাজুরের মাধ্যমে এএমডির চিপ ব্যবহার করে ওপেনএআই। এএমএডির এমআই ৩০০ এক্স চিপগুলো প্রথমবারের মতো এনভিডিয়ার নিয়ন্ত্রিত বাজারের একটি অংশ দখল করতে চেষ্টা করছে। ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে এএমডি–এর চিপটি বাজারের আসার পর কোম্পানিটি ২০২৪ সালে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪৫০ কোটি ডলারের এআই চিপ বিক্রির পূর্বাভাস দিয়েছে।
এনভিডিয়ার কর্মীদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক অবস্থান নিয়েছে ওপেনএআই। কারণ এনভিডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় ওপেনএআই। বিশেষ করে এনভিডিয়ার নতুন প্রজন্মের ‘ব্ল্যাকওয়েল’ চিপগুলো ব্যবহারের জন্য।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
চিপ সরবরাহের বিকল্প নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করেছে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। সেই সঙ্গে খরচ কমানোর উপায় খুঁজছে কোম্পানিটি। এজন্য নিজেরাই সবকিছু তৈরির চিন্তা–ভাবনা করছে। চিপ উৎপাদনের জন্য ‘ফাউন্ড্রি’ নামে পরিচিত কারখানার নেটওয়ার্ক তৈরির জন্য ব্যয়বহুল পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানিটি। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহ করার বিষয়েও বিবেচনা করেছে ওপেনএআই।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই উচ্চাকাঙ্ক্ষী ফাউন্ড্রি বাস্তবায়নের জন্য অনেক অর্থ ও সময় প্রয়োজন। তাই এখনকার মতো পরিকল্পনাগুলো বাদ দিয়েছে এবং নিজস্ব চিপ ডিজাইনে মনোনিবেশ করছে কোম্পানিটি।
প্রয়োজনীয় চিপের সরবরাহ নিশ্চিত করতে এবং খরচ কমানোর জন্য চিপ শিল্পের বিভিন্ন কোম্পানির সঙ্গে অংশীদারত্ব এবং নিজস্ব চিপ তৈরিসহ অন্যান্য পন্থার মিশ্রণ ব্যবহার করেছে ওপেনএআই। কোম্পানিটি আমাজন, মেটা, গুগল এবং মাইক্রোসফটের মতো কাজ করছে।
গত মঙ্গলবার ব্রডকমের শেয়ার দর ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে যায় এবং এএমডির শেয়ার দর ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়।
ওপেনএআই নিজেদের সিস্টেমগুলো প্রশিক্ষণ এবং চালানোর জন্য কম্পিউটিং শক্তির ওপর অনেক বেশি নির্ভর করে। এনভিডিয়ার এর গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এর অন্যতম বৃহত্তম ক্রেতা ওপেনএআই। চিপগুলো ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দেয় কোম্পানিটি। এআই বিভিন্ন ডেটা থেকে শিখে ও নতুন তথ্যের ভিত্তিতে পূর্বাভাস বা অনুসিদ্ধান্ত দেয়।
সূত্রগুলোর মতে, ওপেনএআই নিজস্ব এআই চিপ তৈরি জন্য কয়েক মাস ধরে ব্রডকমের সঙ্গে কাজ করছে। চিপগুলো ইনফারেন্স বা এআইয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর ভিত্তি করে তৈরি করা হবে। বর্তমানে ‘প্রশিক্ষণ চিপের’ চাহিদা বেশি। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন যে, ভবিষ্যতে এআই অ্যাপ্লিকেশনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইনফারেন্স চিপের চাহিদা প্রশিক্ষণ চিপকেও ছাড়িয়ে যেতে পারে।
অ্যালফাবেটের মতো বিভিন্ন কোম্পানিকে চিপ ডিজাইন কাস্টমাইজ করতে সাহায্য করে ব্রডকম। কোম্পানিটি ডিজাইনের এমন অংশ সরবরাহ করে যার ফলে চিপগুলোর মধ্যে তথ্য দ্রুত স্থানান্তর হয়। এই প্রক্রিয়া এআই সিস্টেমগুলোর জন্য গুরুত্বপূর্ণ। কারণ এসব সিস্টেমে দশ হাজারেরও বেশি চিপ একসঙ্গে কাজ করে।
চিপ তৈরির জন্য ২০ সদস্যের দল তৈরি করেছে ওপেনএআই। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রকৌশলীরা। এর মধ্যে রয়েছেন থমাস নরি এবং রিচার্ড হো। তারা এর আগে গুগলে টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ)।
ব্রডকমের মাধ্যমে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) এর সঙ্গে কাজ করবে ওপেনএআই। ২০২৬ সালে ওপেনএআইয়ের প্রথম কাস্টম চিপ তৈরি করবে টিএসএমসি। তবে এই সময়সীমা পরিবর্তিত হতে পারে।
বর্তমানে চিপ শিল্পের বাজারে ৮০ শতাংশের বেশি শেয়ার রয়েছে এনভিডিয়ার। তবে চাহিদা অনুযায়ী চিপের ঘাটতি এবং তৈরির খরচের কারণে মাইক্রোসফট, মেটা এবং ওপেনএআইয়ের এর মতো বড় গ্রাহকেরা নিজস্ব চিপ তৈরি বা অন্য বিকল্পের অনুসন্ধান করছে।
মাইক্রোসফটের এআই মডেল অ্যাজুরের মাধ্যমে এএমডির চিপ ব্যবহার করে ওপেনএআই। এএমএডির এমআই ৩০০ এক্স চিপগুলো প্রথমবারের মতো এনভিডিয়ার নিয়ন্ত্রিত বাজারের একটি অংশ দখল করতে চেষ্টা করছে। ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে এএমডি–এর চিপটি বাজারের আসার পর কোম্পানিটি ২০২৪ সালে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪৫০ কোটি ডলারের এআই চিপ বিক্রির পূর্বাভাস দিয়েছে।
এনভিডিয়ার কর্মীদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক অবস্থান নিয়েছে ওপেনএআই। কারণ এনভিডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় ওপেনএআই। বিশেষ করে এনভিডিয়ার নতুন প্রজন্মের ‘ব্ল্যাকওয়েল’ চিপগুলো ব্যবহারের জন্য।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে