গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারণের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বর্তমানে বাজারে থাকা পিক্সেল ফোনে ‘লো লাইট’ ফিচার রয়েছে। ফিচারটি এআই এর মাধ্যমে ভিডিওর এক্সপোজার ঠিক করে এবং অতিরিক্ত কাপাকাপি কমিয়ে দেয়। পিক্সেল ৮ প্রো–তে এসব ফিচার ভালোই কাজ করে। আর ভিডিওকে উজ্জ্বল করতে পিক্সেল ৯–এ অন ডিভাইস ও ক্লাউড ভিত্তিক প্রসেসিং ব্যবহার করে গুগল।
ফাঁস হওয়া তথ্য মতে, পিক্সেল ১১–এ ‘আলট্রা লো লাইট ভিডিও’ ফিচার থাকতে পারে। এটি টেনসর চিপের মাধ্যমে সম্ভব হবে। এ ছাড়া আগামী বছর থেকে স্যামসাংয়ের এক্সিনস চিপের পরিবর্তে পিক্সেল ফোনে কাস্টম প্রসেসর চালু করতে পারে গুগল।
পিক্সেল ১০ ফোনে টেনসর জি৫ চিপসেটের এর আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি ফটো অ্যাপের এআইভিত্তিক ভিডিও এডিটের ফিচার ‘ভিডিও জেনারেটিভ এমএল’–কে সমর্থন দেবে। এআই এর মাধ্যমে কোনো ড্রয়িং বা হাতে আঁকা চিত্রকে ছবিতে রূপান্তরের জন্য পিক্সেল ১০ ফোনে ‘স্কেচ টু ইমেজ’ ফিচার যুক্ত করা হতে পারে। ফিচারটি স্যামসাংয়ের ইমেজ জেনারেটিং টুলের মতো।
এ ছাড়া ফোনগুলোতে ‘স্পিক টু টুইক’ ও ‘ম্যাজিক মিরর’ এর মতো এআই টুলও যুক্ত করা হতে পারে।
পিক্সেল ১০–এ টেনসর জি৫ চিপসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমেই আরও উন্নত মানের ছবি তৈরি করতে পারবে। ফাঁস হওয়া তথ্য থেকে আরও জানা যায়, প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবে পিক্সেল ১০। বর্তমানে পিক্সেল ৯ ফোরে প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারে।’
আগামী বছরের মাঝামাঝি সময়ে পিক্সেল ১০ ও ২০২৬ সালে পিক্সেল ১১ সিরিজ বাজারে আসতে পারে। তাই এই দীর্ঘসময়ে মধ্যে ফোনগুলোর চূড়ান্ত সংস্করণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে গুগল।
গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারণের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বর্তমানে বাজারে থাকা পিক্সেল ফোনে ‘লো লাইট’ ফিচার রয়েছে। ফিচারটি এআই এর মাধ্যমে ভিডিওর এক্সপোজার ঠিক করে এবং অতিরিক্ত কাপাকাপি কমিয়ে দেয়। পিক্সেল ৮ প্রো–তে এসব ফিচার ভালোই কাজ করে। আর ভিডিওকে উজ্জ্বল করতে পিক্সেল ৯–এ অন ডিভাইস ও ক্লাউড ভিত্তিক প্রসেসিং ব্যবহার করে গুগল।
ফাঁস হওয়া তথ্য মতে, পিক্সেল ১১–এ ‘আলট্রা লো লাইট ভিডিও’ ফিচার থাকতে পারে। এটি টেনসর চিপের মাধ্যমে সম্ভব হবে। এ ছাড়া আগামী বছর থেকে স্যামসাংয়ের এক্সিনস চিপের পরিবর্তে পিক্সেল ফোনে কাস্টম প্রসেসর চালু করতে পারে গুগল।
পিক্সেল ১০ ফোনে টেনসর জি৫ চিপসেটের এর আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি ফটো অ্যাপের এআইভিত্তিক ভিডিও এডিটের ফিচার ‘ভিডিও জেনারেটিভ এমএল’–কে সমর্থন দেবে। এআই এর মাধ্যমে কোনো ড্রয়িং বা হাতে আঁকা চিত্রকে ছবিতে রূপান্তরের জন্য পিক্সেল ১০ ফোনে ‘স্কেচ টু ইমেজ’ ফিচার যুক্ত করা হতে পারে। ফিচারটি স্যামসাংয়ের ইমেজ জেনারেটিং টুলের মতো।
এ ছাড়া ফোনগুলোতে ‘স্পিক টু টুইক’ ও ‘ম্যাজিক মিরর’ এর মতো এআই টুলও যুক্ত করা হতে পারে।
পিক্সেল ১০–এ টেনসর জি৫ চিপসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমেই আরও উন্নত মানের ছবি তৈরি করতে পারবে। ফাঁস হওয়া তথ্য থেকে আরও জানা যায়, প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবে পিক্সেল ১০। বর্তমানে পিক্সেল ৯ ফোরে প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারে।’
আগামী বছরের মাঝামাঝি সময়ে পিক্সেল ১০ ও ২০২৬ সালে পিক্সেল ১১ সিরিজ বাজারে আসতে পারে। তাই এই দীর্ঘসময়ে মধ্যে ফোনগুলোর চূড়ান্ত সংস্করণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে গুগল।
বিশ্বজুড়ে বিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমছে। দ্রুত পাল্টে যাচ্ছে বিবাহের ধারণা। অর্থনৈতিক বাস্তবতা, সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গভীর মনোযোগের কারণে অনেক দেশে প্রথাগত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা কমছে। তরুণেরা এখন কর্মজীবন, শিক্ষা, ভ্রমণ এবং ব্যক্তিগত বিকাশকে...
৩৪ মিনিট আগেকাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১৫ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
২০ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ দিন আগে