মানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর সঙ্গে যোগাযোগের সফল চাবিকাঠি। তাই সঠিকভাবে প্রম্পট লেখার কৌশল শেখানোর জন্য নতুন কোর্স চালু করেছে গুগল।
গত সোমবার ‘প্রম্পট ইসেনশিয়াল’ নামে একটি কোর্স চালু করেছে টেক জায়ান্টটি। এটি তৈরি করেছেন ডিপমাইন্ড ও গুগলের এআই বিশেষজ্ঞরা। এই কোর্সটি ব্যবহারকারীদের এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট করার কৌশল শেখায়। গুগলের মতে, এই কোর্সটি এপ্রিল মাসে চালু হওয়া ‘এআই ইসেনশিয়াল’ এর ওপর ভিত্তি করে তৈরি, যা এখন পর্যন্ত ‘কোর্সএরা’ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় জেনারেটিভ এআই কোর্স।
গ্রো উইথ গুগলের প্রতিষ্ঠাতা লিসা গেভেলবার বলেন, ‘গুগলের নতুন কোর্সটি গুগলের বিশেষজ্ঞদের এবং শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মতামতের ভিত্তিতে তৈরি। কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছ যেন সকল স্তরের মানুষ এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট ব্যবহার করতে পারে। এর পলে দৈনন্দিন জীবনে উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং সমস্যার সমাধান সহজে করা যাবে।’
গুগলের তথ্যমতে, এই কোর্সের মোট সময় ১০ ঘণ্টা এবং কোর্সটি করার জন্য পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। কোর্সটি নিজের সুবিধামতো সময়ে শেষ করা যাবে। কোর্সের শিক্ষার্থীরা একটি পাঁচ স্তরের প্রম্পটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রম্পটিংয়ের মূল বিষয়গুলো শিখবে, যার মধ্যে রয়েছে—ব্যক্তিগতকৃত এআই এজেন্ট তৈরি করা, দীর্ঘ নথি সংক্ষিপ্ত করা, নতুন আইডিয়া উদ্ভাবন করা, ডেটা বিশ্লেষণসহ আরও অনেক কিছু।
গুগলের মতে, এআই মডেলগুলো খুব কার্যকরী। তবে সঠিকভাবে সেগুলো ব্যবহার করতে বা এগুলোতে সঠিক নির্দেশনা না দেওয়া হয়, তাহলে টুলগুলোর সম্পূর্ণ ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করা যায় না। কীভাবে এআই মডেল এবং টুলগুলোকে সর্বাধিক ব্যবহার করতে হয় তা এই কোর্সের মাধ্যমে শেখা যাবে এবং কাজের প্রতিটি ধাপের ফলাফল উন্নত করা যাবে।
প্রম্পটিং ইসেনশিয়াল কোর্সটি এআই ইসেনশিয়াল কোর্সের মতো। এটি এখন কোর্সএরা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তবে কোর্সটি কিনতে ৪৯ ডলার (প্রায় ৫ হাজার ৮৪৩ টাকা) খরচ করতে হবে।
কোর্সগুলো সম্পন্ন করার পর গুগলের পক্ষ থেকে একটি সার্টিফিকেট পাবে ব্যবহারকারীরা। তবে এটি আপনার বাজেটের বাইরে হলে কিছু বিনা মূল্যের প্রম্পটিং অনলাইনে পাওয়া যায়। যেমন এনথ্রোপিকের ফ্রি প্রম্পট লাইব্রেরি এবং গুগলের ফ্রি ব্লগ সিরিজ।
মানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর সঙ্গে যোগাযোগের সফল চাবিকাঠি। তাই সঠিকভাবে প্রম্পট লেখার কৌশল শেখানোর জন্য নতুন কোর্স চালু করেছে গুগল।
গত সোমবার ‘প্রম্পট ইসেনশিয়াল’ নামে একটি কোর্স চালু করেছে টেক জায়ান্টটি। এটি তৈরি করেছেন ডিপমাইন্ড ও গুগলের এআই বিশেষজ্ঞরা। এই কোর্সটি ব্যবহারকারীদের এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট করার কৌশল শেখায়। গুগলের মতে, এই কোর্সটি এপ্রিল মাসে চালু হওয়া ‘এআই ইসেনশিয়াল’ এর ওপর ভিত্তি করে তৈরি, যা এখন পর্যন্ত ‘কোর্সএরা’ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় জেনারেটিভ এআই কোর্স।
গ্রো উইথ গুগলের প্রতিষ্ঠাতা লিসা গেভেলবার বলেন, ‘গুগলের নতুন কোর্সটি গুগলের বিশেষজ্ঞদের এবং শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মতামতের ভিত্তিতে তৈরি। কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছ যেন সকল স্তরের মানুষ এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট ব্যবহার করতে পারে। এর পলে দৈনন্দিন জীবনে উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং সমস্যার সমাধান সহজে করা যাবে।’
গুগলের তথ্যমতে, এই কোর্সের মোট সময় ১০ ঘণ্টা এবং কোর্সটি করার জন্য পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। কোর্সটি নিজের সুবিধামতো সময়ে শেষ করা যাবে। কোর্সের শিক্ষার্থীরা একটি পাঁচ স্তরের প্রম্পটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রম্পটিংয়ের মূল বিষয়গুলো শিখবে, যার মধ্যে রয়েছে—ব্যক্তিগতকৃত এআই এজেন্ট তৈরি করা, দীর্ঘ নথি সংক্ষিপ্ত করা, নতুন আইডিয়া উদ্ভাবন করা, ডেটা বিশ্লেষণসহ আরও অনেক কিছু।
গুগলের মতে, এআই মডেলগুলো খুব কার্যকরী। তবে সঠিকভাবে সেগুলো ব্যবহার করতে বা এগুলোতে সঠিক নির্দেশনা না দেওয়া হয়, তাহলে টুলগুলোর সম্পূর্ণ ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করা যায় না। কীভাবে এআই মডেল এবং টুলগুলোকে সর্বাধিক ব্যবহার করতে হয় তা এই কোর্সের মাধ্যমে শেখা যাবে এবং কাজের প্রতিটি ধাপের ফলাফল উন্নত করা যাবে।
প্রম্পটিং ইসেনশিয়াল কোর্সটি এআই ইসেনশিয়াল কোর্সের মতো। এটি এখন কোর্সএরা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তবে কোর্সটি কিনতে ৪৯ ডলার (প্রায় ৫ হাজার ৮৪৩ টাকা) খরচ করতে হবে।
কোর্সগুলো সম্পন্ন করার পর গুগলের পক্ষ থেকে একটি সার্টিফিকেট পাবে ব্যবহারকারীরা। তবে এটি আপনার বাজেটের বাইরে হলে কিছু বিনা মূল্যের প্রম্পটিং অনলাইনে পাওয়া যায়। যেমন এনথ্রোপিকের ফ্রি প্রম্পট লাইব্রেরি এবং গুগলের ফ্রি ব্লগ সিরিজ।
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
২ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৬ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৭ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৮ ঘণ্টা আগে