গায়েহলুদের সাজে নির্বাচনী প্রচার
ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা সিদ্দীকা লোপা কলস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় তিনি অর্ধশতাধিক নারী সমর্থককে হলুদ শাড়ি পরিয়ে কাঁখে কলস দিয়ে কয়েকটি গ্রামে প্রচার চালান। এই প্রচার বহরে থাকা নারী, কিশোরী ও শিশুরা ছন্দে ছন্দে প্রার্থীর পক্ষে ভোট চান। এই দৃশ্য দেখতে পথে পথে উৎসুক জন