Ajker Patrika

গায়েহলুদের সাজে নির্বাচনী প্রচার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ১৮: ২১
গায়েহলুদের সাজে নির্বাচনী প্রচার

প্রথম দেখায় যে কেউ মনে করবে এটি বিয়ের গায়েহলুদের যাত্রা। পরে স্লোগান শুনে ভুল ভাঙবে। এটি আসলে গায়েহলুদের অনুষ্ঠান নয়, ২১ মে অনুষ্ঠেয় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে এক নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর জনসংযোগ। 

আজ শুক্রবার বিকেলে ঘিওর সদরের ঘিওর বাজার এলাকায় এভাবে নির্বাচনী প্রচার চালাতে দেখা যায় এই প্রার্থীকে। 

গায়েহলুদের সাজে নির্বাচনী প্রচার। ছবি: আজকের পত্রিকাভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা সিদ্দীকা লোপা কলস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় তিনি অর্ধশতাধিক নারী সমর্থককে হলুদ শাড়ি পরিয়ে কাঁখে কলস দিয়ে কয়েকটি গ্রামে প্রচার চালান। এই প্রচার বহরে থাকা নারী, কিশোরী ও শিশুরা ছন্দে ছন্দে প্রার্থীর পক্ষে ভোট চান। এই দৃশ্য দেখতে পথে পথে উৎসুক জনতার ভিড় জমে। 

গায়েহলুদের সাজে নির্বাচনী প্রচার। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে সালমা সিদ্দীকা লোপা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রামের সাধারণ মানুষ আমি। আর মাটির কলস আমাদের গ্রামবাংলার আদি ঐতিহ্য। আমার প্রতীকও কলস। আত্মীয়স্বজন ও এলাকার নারী সমর্থকেরা হলুদ শাড়ি পরে, কলস কাঁখে নিয়ে অনেকটা উৎসবের আমেজে প্রচার চালাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত