Ajker Patrika

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কার ১৯৪ বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২৪, ১৭: ৪৯
Thumbnail image

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে অংশ নেওয়ায় ৫২ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে ১৭ জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী হয়েছিলেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। বহিষ্কৃতদের কাছে এরই মধ্যে দলের পক্ষ থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

৮ মে থেকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। ওই নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করে বিএনপি। ২১ মে হবে দ্বিতীয় ধাপের নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে ৬৯ জনকে একই কারণে বহিষ্কার করে দলটি। ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের নির্বাচনেও দলীয় নির্দেশ না মেনে প্রার্থী হওয়ায় আরও ৫২ জনকে বহিষ্কার করল বিএনপি। সব মিলিয়ে এ পর্যন্ত ১৯৪ জনকে বহিষ্কার করা হলো। তবে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে ফিরে আসায় কয়েকজনের বহিষ্কারাদেশ তুলেও নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত