আইইএলটিএস স্পিকিংয়ে পার্ট-১-এর প্রস্তুতি যেভাবে নেবেন
আইইএলটিএস স্পিকিং পরীক্ষা মূলত ১২ থেকে ১৫ মিনিটের মত হয়ে থাকে। স্পিকিং তিনটি পার্টে বিভক্ত। প্রথম পার্টে সময় নেয় ৪ থেকে ৫ মিনিট। এই পার্টে পরীক্ষক নিজের পরিচয় দেন ও আপনাকেও পরিচয় দিতে বলবেন। পরীক্ষক আপনার বাড়ি, বই, শখ, খেলা, পরিবার, স্বপ্ন, স্পোর্টস ও বিভিন্ন দৈনন্দিন বিষয়ের ওপর প্রশ্ন করবেন