Ajker Patrika

নতুন বিশ্ববিদ্যালয়ে শুরুতেই স্নাতক কোর্স নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন বিশ্ববিদ্যালয়ে শুরুতেই স্নাতক কোর্স নয়: শিক্ষামন্ত্রী

নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরুতেই আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক সম্মান) কোর্স চালু না করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

তিনি বলেছেন, ‘নতুন নতুন বিশ্ববিদ্যালয় যেগুলো হচ্ছে, সেগুলো কেন শুরুতেই আন্ডারগ্র্যাজুয়েট কোর্স চালু করছে? সেই জেলায় এরই মধ্যে যেসব সরকারি কলেজ আছে তাদের আন্ডারগ্র্যাজুয়েট কোর্সগুলো এ বিশ্ববিদ্যালয়গুলো মনিটরিং করতে পারে। পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স বা ডক্টরাল প্রোগ্রাম) কোর্স বিশ্ববিদ্যালয় আলাদা করে করবে। কারণ শুরুটা নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যালেঞ্জিং।’ 

সোমবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সমস্ত কলেজ বা শতবর্ষী কলেজগুলোকে রেসপেক্টিভ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করে একাডেমিক কার্যক্রম মনিটরিং নিশ্চিত করতে।’ 

তিনি আরও বলেন, ‘ওপেন ইউনিভার্সিটি সারা দেশের নন ফরমাল এডুকেশনের অ্যাকাডেমি মনিটরিংয়ের কাজটা করছে, তাহলে কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজর অ্যাকাডেমিক মনিটরিংয়ের কাজ করতে পারবে না। এক সময় তো করত। আগে যদি করার ক্যাপাসিটি থাকে তাহলে এখন তো তা আরও বাড়ার কথা।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজকে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করে মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সাত কলেজের মান ইম্প্রুভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড মনিটরিংয়ে কাজ করতে পারে অন্য বিশ্ববিদ্যালয়গুলো কেন করতে পারবে না?’ 

সরকারি কলেজগুলোতে অ্যাকাডেমি মনিটরিংয়ের কাজ সংশ্লিষ্ট জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় করবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত