৪০০ টাকার জন্য খাটতে হয়েছে জেল
ঋণখেলাপি মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা পাবনার ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের ৩৭ জন কৃষক মূলত ঋণের সুদের ফাঁদে জড়িয়েছেন। অনেকে ঋণের টাকা সুদ-আসলে পরিশোধ করলেও ব্যাংকের সুদের চক্রবৃদ্ধির জাল কীভাবে তাঁদের জড়িয়ে ফেলেছে, তা টের পাননি তাঁরা। আর তাই ব্যাংকের মামলায় জেলে যেতে হয়েছে ১২ কৃষককে। মাত্র ৪০