Ajker Patrika

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ১৪ জন গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ১৪ জন গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ‘গেট পাস নকল’ করে ভেতরে প্রবেশের অভিযোগে ১৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রূপপুর প্রকল্পে প্রবেশের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

বুধবার সন্ধ্যার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা নকল গেট পাস সরবরাহকারীসহ অন্যদের আটকের পর রূপপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাহাঙ্গীর কবির নামের এক ব্যক্তি এসব নকল গেট পাস সরবরাহ করেছিলেন। তাঁর বাড়ি যশোর সদরের পালবাড়ি গ্রামে। তাঁকে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার গবরপাড়া গ্রামের আব্দুল কাদির, ঈশ্বরদীর দিয়াড় বাঘইল গ্রামের আলিভ হাসান অনিক, ওই এলাকার চালাকপাড়ার সালমান খা, সাগর খা, ফরিদুল ইসলাম, বাঘইল সাহেবপাড়ার শফিউল ইসলাম, জয় হোসেন, সলিমপুরের মিঠু আলী, দিয়াড় বাঘইল গ্রামের জাহাঙ্গীর মণ্ডল, মিলন মণ্ডল, মো. ফিরোজ, আওতাপাড়া গ্রামের আলতাফ সরদার ও কামাল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত