‘জিনিসপাতির দাম হুনলে মাথা ঘুরে, বুক ফাইট্টা কান্দন আইয়ে’
‘দেশ তো এহন বড়লোকের! আমরার মতো দিনমজুরের কপালে সুখ-শান্তি উইট্টা গেছে। গায়ে গতরে খাইট্টা (খেটে) যেই টেহা কামাই করি, সেই টেহা নিয়া বাজারে গিয়া জিনিসপাতির দাম হুনলে মাথা ঘুরে। বুক ফাইট্টা কান্দন (কান্না) আইয়ে। কইতেও পারি না, সইতেও পারি না।’ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার একটি বিল্ডিংয়ে কাজের ফাঁকে এভ