ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. সোহেল রানা (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। ওই ঘটনায় গ্রেপ্তার মো. কাজী রায়হান (২২) এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ডিবি পুলিশ জানিয়েছে। আজ রোববার ময়মনসিংহ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
আজ রোববার আসামি কাজী রায়হানের জবানবন্দি রেকর্ড করেন ময়মনসিংহ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালত পরিদর্শক ঝুটন কুমার বর্মণ এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার কাজী রায়হানের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, কয়েক মাস আগে সোহেলের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নেন রায়হান। ফেরত দেওয়ার নির্ধারিত তারিখের পর ধারের টাকা চাইতে গেলে তিনি টালবাহানা করেন। তিনি বলেন, বিয়ে করে যৌতুক নিয়ে ধারের টাকা শোধ করবেন। এভাবে কেটে যায় আরও কয়েক মাস।
এদিকে এক মাস আগে বিয়ে করেন রায়হান। কিন্তু সোহেলের টাকা ফেরত দেননি তিনি। একপর্যায়ে টাকার জন্য চাপ দিলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন রায়হান। গত শুক্রবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে সোহেলকে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকায় কাঁচামাটিয়া নদীর পাড়ে নিয়ে যান তিনি। সেখানে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে সোহেলকে হত্যা করেন তিনি।
ডিবি পুলিশ আরও জানায়, তাঁদের দুজনেরই বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে। কাজী রায়হান ওই এলাকার মো . কাজী খোকনের ছেলে এবং সোহেল রানা একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকার কাঁচামাটিয়া নদীর পাড় থেকে ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পাশে পড়ে ছিল মোবাইল ফোন, মানিব্যাগ ও রক্তাক্ত দা। নিহতের মানিব্যাগে থাকা বিদ্যুৎবিলের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় তাঁর চাচা আবু সিদ্দিক বাদী হয়ে গতকাল শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। গতকাল শনিবার রাতেই ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. সোহেল রানা (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। ওই ঘটনায় গ্রেপ্তার মো. কাজী রায়হান (২২) এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ডিবি পুলিশ জানিয়েছে। আজ রোববার ময়মনসিংহ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
আজ রোববার আসামি কাজী রায়হানের জবানবন্দি রেকর্ড করেন ময়মনসিংহ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালত পরিদর্শক ঝুটন কুমার বর্মণ এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার কাজী রায়হানের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, কয়েক মাস আগে সোহেলের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নেন রায়হান। ফেরত দেওয়ার নির্ধারিত তারিখের পর ধারের টাকা চাইতে গেলে তিনি টালবাহানা করেন। তিনি বলেন, বিয়ে করে যৌতুক নিয়ে ধারের টাকা শোধ করবেন। এভাবে কেটে যায় আরও কয়েক মাস।
এদিকে এক মাস আগে বিয়ে করেন রায়হান। কিন্তু সোহেলের টাকা ফেরত দেননি তিনি। একপর্যায়ে টাকার জন্য চাপ দিলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন রায়হান। গত শুক্রবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে সোহেলকে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকায় কাঁচামাটিয়া নদীর পাড়ে নিয়ে যান তিনি। সেখানে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে সোহেলকে হত্যা করেন তিনি।
ডিবি পুলিশ আরও জানায়, তাঁদের দুজনেরই বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে। কাজী রায়হান ওই এলাকার মো . কাজী খোকনের ছেলে এবং সোহেল রানা একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকার কাঁচামাটিয়া নদীর পাড় থেকে ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পাশে পড়ে ছিল মোবাইল ফোন, মানিব্যাগ ও রক্তাক্ত দা। নিহতের মানিব্যাগে থাকা বিদ্যুৎবিলের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় তাঁর চাচা আবু সিদ্দিক বাদী হয়ে গতকাল শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। গতকাল শনিবার রাতেই ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
৪৪ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে