Ajker Patrika

‘পাওনা টাকা চাওয়ায় সোহেল রানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়’

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
Thumbnail image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. সোহেল রানা (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। ওই ঘটনায় গ্রেপ্তার মো. কাজী রায়হান (২২) এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ডিবি পুলিশ জানিয়েছে। আজ রোববার ময়মনসিংহ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার আসামি কাজী রায়হানের জবানবন্দি রেকর্ড করেন ময়মনসিংহ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালত পরিদর্শক ঝুটন কুমার বর্মণ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার কাজী রায়হানের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, কয়েক মাস আগে সোহেলের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নেন রায়হান। ফেরত দেওয়ার নির্ধারিত তারিখের পর ধারের টাকা চাইতে গেলে তিনি টালবাহানা করেন। তিনি বলেন, বিয়ে করে যৌতুক নিয়ে ধারের টাকা শোধ করবেন। এভাবে কেটে যায় আরও কয়েক মাস।

এদিকে এক মাস আগে বিয়ে করেন রায়হান। কিন্তু সোহেলের টাকা ফেরত দেননি তিনি। একপর্যায়ে টাকার জন্য চাপ দিলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন রায়হান। গত শুক্রবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে সোহেলকে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকায় কাঁচামাটিয়া নদীর পাড়ে নিয়ে যান তিনি। সেখানে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে সোহেলকে হত্যা করেন তিনি।

ডিবি পুলিশ আরও জানায়, তাঁদের দুজনেরই বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে। কাজী রায়হান ওই এলাকার মো . কাজী খোকনের ছেলে এবং সোহেল রানা একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকার কাঁচামাটিয়া নদীর পাড় থেকে ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পাশে পড়ে ছিল মোবাইল ফোন, মানিব্যাগ ও রক্তাক্ত দা। নিহতের মানিব্যাগে থাকা বিদ্যুৎবিলের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় তাঁর চাচা আবু সিদ্দিক বাদী হয়ে গতকাল শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। গতকাল শনিবার রাতেই ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত