ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত গোয়াইনঘাট
সবুজ পাহাড়, নদী, চা-বাগান, স্বচ্ছ জল আর পাথরে ঘেরা সিলেটের পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট। প্রতি বছর ঈদ মৌসুমে উপজেলার সবকটি পর্যটন কেন্দ্রে লাখো পর্যটকের সমাগম ঘটে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভ্রমণপিপাসুদের নজর কাড়তে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে গোয়াইনঘাটের এসব পর্যটন কেন্দ্রগুলোতে।