Ajker Patrika

ঈদের কেনাকাটা নিয়ে বোনের সঙ্গে ঝগড়া, অভিমানে ‘আত্মহত্যা’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে বিউটি আকতার (২১) নামে এক তরুণী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ওই তরুণী একই এলাকার স্থানীয় মুহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে এবং কোরিয়ান কেইপিজেডের পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদ জানান, ঈদের কেনাকাটা নিয়ে দুই বোনের মধ্যে একটু ঝগড়া হয়। ঝগড়ার পর রাগ করে ছোট বোন ঘর থেকে বেরিয়ে যায়, এরপরই বড়বোন বিউটি আকতার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানায়, দুই-একদিন আগে ঈদের শপিং নিয়ে বড়বোন বিউটি ও ছোট বোন সুইটির মধ্যে মান-অভিমান হয়। এরপরই রাগ করে সুইটি বান্ধবীর বাড়ি চলে যায়। এ নিয়ে একটু বিউটিকে সবাই বকাবকি করে। রোববার সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে ইফতার করে বিউটি অন্ধকার ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, ‘আনোয়ারায় ফাঁস লাগিয়ে এক তরুণী আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানতে পেয়েছি, ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত