বগুড়ায় কোরবানির পশুর চামড়ার বাজার সিন্ডিকেটের দখলে
বগুড়ায় কোরবানির পশুর চামড়ার বাজার সিন্ডিকেটের দখলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। মৌসুমি ব্যবসায়ী এবং আড়তদারেরা গত বছর যে দামে চামড়া কিনেছেন, এবারও সেই দামে কিনছেন। কম দামে চামড়া কেনার উদ্দেশ্যে মৌসুমি ব্যবসায়ীদের অনেকে চুপচাপ বসে আছেন। যার কারণে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অনেকের বাড়িতেই পড়ে ছিল চামড়া।