Ajker Patrika

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুন ২০২৩, ১০: ৫০
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা 

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে জমির উদ্দিন সরকারের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য গুলশানের বাসা ফিরোজায় যান। অন্যরা হলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সেলিমা রহমান।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরোজার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জমির উদ্দিন সরকার।

তিনি জানান, এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল এবং সেখানে রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ হয়নি। বিএনপির চেয়ারপারসনও এ বিষয়ে কথা বলতে আগ্রহী ছিলেন না। ঈদ উপলক্ষে তাঁর সঙ্গে দেখা করতে আসাই ছিল মূল উদ্দেশ্য।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জমির উদ্দিন বলেন, শারীরিকভাবে আগের চেয়ে উন্নতি হয়েছে এটা বলা যায় না। ওনার ট্রিটমেন্ট একান্তভাবে দেশের বাইরে প্রয়োজন। ওনার উন্নত চিকিৎসার ব্যাপারে দলের তরফ থেকে সরকারকে কিছু বলতে পারে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ঈদ উপলক্ষে খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের মুখে উনি দেশবাসীর কথা শুনেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত