Ajker Patrika

সেমাই খেয়ে অচেতন, হাসপাতালে একই পরিবারের শিশুসহ ৮

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৩, ১৯: ৫৬
সেমাই খেয়ে অচেতন, হাসপাতালে একই পরিবারের শিশুসহ ৮

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় সেমাই খেয়ে একই পরিবারের শিশুসহ আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অসুস্থরা হলেন আবরাহাম (৩), নূর নবী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩০)। বাকি দুজনের নাম জানা যায়নি। 

চাঁদপুরে সেমাই খেয়ে অসুস্থ হওয়া ব্যক্তিদের হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয়। ছবি: সংগৃহীততাঁরা সবাই চাঁদপুর শহরের পুরানবাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা।

হাসপাতালে আসা অসুস্থদের স্বজনেরা জানান, সকালে সবাই সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুশান্ত সাহা বলেন, ‘অসুস্থ তিনজনকে ঢাকায় রেফার করা হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত