Ajker Patrika

কোরবানির শতভাগ বর্জ্য অপসারণের কথা জানাল ঢাকা দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুন ২০২৩, ১০: ০৭
কোরবানির শতভাগ বর্জ্য অপসারণের কথা জানাল ঢাকা দক্ষিণ সিটি

সাড়ে ১১ ঘণ্টায় প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত ১টা ২৫ মিনিটে সর্বশেষ ৩৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়। দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত দেড়টা পর্যন্ত এই কার্যক্রম শেষ করে তারা।

পশুর হাটের বর্জ্য অপসারণসংক্রান্ত বিষয়ে আজ শুক্রবার হালনাগাদ তথ্য দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারক করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিয়ন্ত্রণকক্ষ থেকে বর্জ্য অপসারণে নানা দিকনির্দেশনা দেন তিনি। এ সময় তিনি নর্দমায় ও যত্রতত্র বর্জ্য না ফেলে ব্যাগে বর্জ্য সংরক্ষণ করে তা করপোরেশনের নির্ধারিত ব্যক্তির কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত