রেকর্ড প্রায় ১ লাখ কোটি ডলার বাজারদর হারাল আমাজন
কোভিডের বিধিনিষেধের পর থেকে মানুষ আবার অফলাইন শপিং এ অভ্যস্ত হওয়ায় প্রবৃদ্ধি কমে যায় আমাজনের। পণ্যের বিক্রি কমে যাওয়া, ঊর্ধ্বমুখী মূল্য, এবং সুদের হার বৃদ্ধির ফলে আমাজনের শেয়ারে দরপতন ঘটে প্রায় ৫০ শতাংশ।