আমাকে মেয়র ঘোষণা দিয়ে নিজেদের সংশোধন করুন, এই শেষ সুযোগ: ইশরাক
ইশরাকের মেয়র হিসেবে শপথের গেজেট নিয়ে আদালতের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর উচ্ছ্বাসের ঢল নামে ইশরাক সমর্থকদের মধ্যে। ‘জিতিল জিতিল, জনতা জিতিল’, ‘এইমাত্র খবর এল, ইশরাক ভাই মেয়র হলো’—এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ সিটির নগর ভবন। এমন সময় ইশরাকের নগর ভবনে আগমন সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়