নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা ষষ্ঠ দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে। আজ বৃহস্পতিবার নগর ভবনে গিয়ে দেখা যায়, ফটকগুলোতে তালা ঝুলতে দেখা যায়।
বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে গত শনিবার থেকে নগর ভবনের কার্যক্রম ব্যাহত রয়েছে।
আজ দুপুর ২টা থেকে নগর ভবনের সামনে অবস্থান করে দেখা যায়, নগর ভবনের ফটকগুলোতে বরাবরের মতোই ঝুলছে তালা। কার্যক্রম বন্ধ থাকায় অনেকে এসে ফিরে যাচ্ছেন খালি হাতে। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুত্বপূর্ণ কাজ থাকায় প্রায় তিন-চারদিন ধরে নিয়মিত আসছেন অনেকে।
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য নয়া বাজার থেকে এসেছিলেন ইমরান হোসেন। তিনি বলেন, ‘জরুরি পাসপোর্ট বানানো প্রয়োজন। কিন্তু আমার জন্ম সনদে কিছু ভুল রয়েছে, আগে এটা সংশোধন করতে হবে। গত পরশু এসে বন্ধ পেয়েছিলাম। আজকে আবার এসেছি, কিন্তু অফিস বন্ধ।’
যাত্রাবাড়ী থেকে হারুনুর রশীদ এসেছিলেন ট্রেড লাইসেন্সের জন্য। কিন্তু তালা দেওয়া নগর ভবন থেকে তাঁকেও হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে।
ছেলের জন্ম সনদ নিতে হাজারীবাগ থেকে এসেছেন মো. নুরে আজম। তিনি বলেন, ‘পুরো সপ্তাহে এ নিয়ে তিনবার আসলাম। জোন অফিসগুলোও বন্ধ হয়ে আছে এক সপ্তাহ যাবত। এমন হলে তো মানুষ বিপদে পড়ে যাবে।’
এর আগে গত শনিবার নগর ভবনের সব ফটকে তালা দেন ইশরাক সমর্থকেরা। এরপর থেকে টানা বন্ধ রয়েছে নগর ভবনের কার্যক্রম।
টানা ষষ্ঠ দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে। আজ বৃহস্পতিবার নগর ভবনে গিয়ে দেখা যায়, ফটকগুলোতে তালা ঝুলতে দেখা যায়।
বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে গত শনিবার থেকে নগর ভবনের কার্যক্রম ব্যাহত রয়েছে।
আজ দুপুর ২টা থেকে নগর ভবনের সামনে অবস্থান করে দেখা যায়, নগর ভবনের ফটকগুলোতে বরাবরের মতোই ঝুলছে তালা। কার্যক্রম বন্ধ থাকায় অনেকে এসে ফিরে যাচ্ছেন খালি হাতে। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুত্বপূর্ণ কাজ থাকায় প্রায় তিন-চারদিন ধরে নিয়মিত আসছেন অনেকে।
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য নয়া বাজার থেকে এসেছিলেন ইমরান হোসেন। তিনি বলেন, ‘জরুরি পাসপোর্ট বানানো প্রয়োজন। কিন্তু আমার জন্ম সনদে কিছু ভুল রয়েছে, আগে এটা সংশোধন করতে হবে। গত পরশু এসে বন্ধ পেয়েছিলাম। আজকে আবার এসেছি, কিন্তু অফিস বন্ধ।’
যাত্রাবাড়ী থেকে হারুনুর রশীদ এসেছিলেন ট্রেড লাইসেন্সের জন্য। কিন্তু তালা দেওয়া নগর ভবন থেকে তাঁকেও হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে।
ছেলের জন্ম সনদ নিতে হাজারীবাগ থেকে এসেছেন মো. নুরে আজম। তিনি বলেন, ‘পুরো সপ্তাহে এ নিয়ে তিনবার আসলাম। জোন অফিসগুলোও বন্ধ হয়ে আছে এক সপ্তাহ যাবত। এমন হলে তো মানুষ বিপদে পড়ে যাবে।’
এর আগে গত শনিবার নগর ভবনের সব ফটকে তালা দেন ইশরাক সমর্থকেরা। এরপর থেকে টানা বন্ধ রয়েছে নগর ভবনের কার্যক্রম।
শিক্ষা সহায়তা দিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক কর্মসূচিতে ওই শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়। সহায়তা পাওয়া কৌশিক ইসলাম অপূর্ব রাজশাহী শিক্ষা
২ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে গোয়ালঘরে কয়েল থেকে আগুন লেগে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। গতকাল বুধবার মধ্যরাতে সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দুই ভাই আব্দুল কদ্দুছ ও কদর আলী।
৩ মিনিট আগেজুলাই পদযাত্রা শেষে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দলটির জুলাই পদযাত্রা উপলক্ষে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দিয়েছেন।
১০ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে