Ajker Patrika

ষষ্ঠ দিনের মতো বন্ধ নগর ভবনের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগর ভবনের ফটকে ঝুলতে দেখা যায় তালা। ছবি: আজকের পত্রিকা।
নগর ভবনের ফটকে ঝুলতে দেখা যায় তালা। ছবি: আজকের পত্রিকা।

টানা ষষ্ঠ দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে। আজ বৃহস্পতিবার নগর ভবনে গিয়ে দেখা যায়, ফটকগুলোতে তালা ঝুলতে দেখা যায়।

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে গত শনিবার থেকে নগর ভবনের কার্যক্রম ব্যাহত রয়েছে।

আজ দুপুর ২টা থেকে নগর ভবনের সামনে অবস্থান করে দেখা যায়, নগর ভবনের ফটকগুলোতে বরাবরের মতোই ঝুলছে তালা। কার্যক্রম বন্ধ থাকায় অনেকে এসে ফিরে যাচ্ছেন খালি হাতে। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুত্বপূর্ণ কাজ থাকায় প্রায় তিন-চারদিন ধরে নিয়মিত আসছেন অনেকে।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য নয়া বাজার থেকে এসেছিলেন ইমরান হোসেন। তিনি বলেন, ‘জরুরি পাসপোর্ট বানানো প্রয়োজন। কিন্তু আমার জন্ম সনদে কিছু ভুল রয়েছে, আগে এটা সংশোধন করতে হবে। গত পরশু এসে বন্ধ পেয়েছিলাম। আজকে আবার এসেছি, কিন্তু অফিস বন্ধ।’

যাত্রাবাড়ী থেকে হারুনুর রশীদ এসেছিলেন ট্রেড লাইসেন্সের জন্য। কিন্তু তালা দেওয়া নগর ভবন থেকে তাঁকেও হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে।

ছেলের জন্ম সনদ নিতে হাজারীবাগ থেকে এসেছেন মো. নুরে আজম। তিনি বলেন, ‘পুরো সপ্তাহে এ নিয়ে তিনবার আসলাম। জোন অফিসগুলোও বন্ধ হয়ে আছে এক সপ্তাহ যাবত। এমন হলে তো মানুষ বিপদে পড়ে যাবে।’

এর আগে গত শনিবার নগর ভবনের সব ফটকে তালা দেন ইশরাক সমর্থকেরা। এরপর থেকে টানা বন্ধ রয়েছে নগর ভবনের কার্যক্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত