নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশের হাট, টর্চের আলোতে চলে কেনাবেচা
সারা দেশে ইলিশ ধরার ওপরে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর মধ্যেই বরিশালের মুলাদীতে টর্চের আলোতে বিক্রি করা হচ্ছে ইলিশ। উপজেলার জয়ন্তী নদীর তীরবর্তী ভেদুরিয়া, ব্যাপারীর হাট, সীমান্তবর্তী হিজলার আবুপুর এলাকায় রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন জেলেরা। কম দামের আশায় সাধারণ মানুষও ইলিশ কিনতে আসছেন।