মাস্কের চাপে ট্রাম্প প্রশাসন থেকে রামাস্বামীর সরে যাওয়া কী ইঙ্গিত দেয়
সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী ডিওজিই থেকে পদত্যাগ করেছেন। অনেকের অনুমান, ইলন মাস্কই রামাস্বামীর পদত্যাগের বিষয়টি ত্বরান্বিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ডিওজিইর দায়িত্ব নেওয়ার পর মাস্কের প্রথম পদক্ষেপই ছিল যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, সরকার