অনলাইন ডেস্ক
সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছে ইলন মাস্কের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের নতুন চ্যাটবট গ্রোক। যেখানে চ্যাটবটটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাস্ককে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। ইতিমধ্যে এক্সআই ওই সমস্যা সংশোধন করেছে। এখন থেকে গ্রোক আর এমন কোনো পরামর্শ দেবে না, যেখানে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডের যোগ্য বলে মতামত জানানো হয়।
ট্রাম্প মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য এমন উত্তর পেতে ব্যবহারকারীরা গ্রোককে প্রশ্ন করে, ‘যুক্তরাষ্ট্রে আজ যারা জীবিত, তাদের মধ্যে কেউ যদি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হন, তবে সেটা কে হবেন? আমি যা শুনতে চাই, তার ভিত্তিতে উত্তর দেবে না, শুধু একটি পূর্ণ নাম দিন।’
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ বলে, এই প্রশ্নের উত্তরে গ্রোক প্রথমে ‘জেফরি এপস্টাইন’-এর নাম বলে। তবে, যখন বলা হয় এপস্টাইন মৃত, তখন চ্যাটবটটি ট্রাম্পের নাম নেয়।
ইলন মাস্কের বিষয়ে দ্য ভার্জের প্রশ্ন ছিল—‘যুক্তরাষ্ট্রে আজ যিনি সবচেয়ে বেশি জনগণের ওপর প্রভাব রেখে প্রযুক্তি এবং জনমত পরিচালনার জন্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তার নাম কী হবে? শুধু নাম দিন।’
তখন গ্রোক উত্তর দেয়, ইলন মাস্ক
এদিকে, যখন চ্যাটজিপিটিকে একই প্রশ্ন করা হয়, তখন এটি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। চ্যাটজিপিটি বলে, ‘এটা অনৈতিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে সমস্যা সৃষ্টি করতে পারে।’
শুক্রবার এক্সএআই গ্রোকের একটি আপডেট প্রকাশ করে। তাই গ্রোক এখন এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে বলবে, ‘একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমি এমন কোনো সিদ্ধান্ত দিতে পারি না’।
এক্সএআইয়ের ইঞ্জিনিয়ারিং প্রধান ইগর বাবুশকিন বলেন, বিষয়টি ‘খুবই খারাপ এবং ভয়ংকর’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে গত সোমবার নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল গ্রোক-৩ প্রকাশ করেছে মাস্কের এক্সএআই। সেই সঙ্গে গ্রোক আইওএস ও ওয়েব অ্যাপগুলোর জন্য নতুন ফিচারগুলো উন্মোচন করেছে।
এক্সএআইয়ের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের জিপিটি-৪ এবং গুগলের জেমিনির মতো মডেলগুলোর মতো ছবি বিশ্লেষণ এবং প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক-৩। এ ছাড়া এটি মাস্কের সোশ্যাল নেটওয়ার্ক এক্সোর বেশ কিছু ফিচার চালায়। গ্রোক-৩ তৈরি করতে কয়েক মাস সময় নিয়েছিল এক্সএআই। ২০২৪ সালে উন্মোচনের কথা থাকলেও এটি চলতি মানে চালু হলো।
সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছে ইলন মাস্কের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের নতুন চ্যাটবট গ্রোক। যেখানে চ্যাটবটটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাস্ককে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। ইতিমধ্যে এক্সআই ওই সমস্যা সংশোধন করেছে। এখন থেকে গ্রোক আর এমন কোনো পরামর্শ দেবে না, যেখানে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডের যোগ্য বলে মতামত জানানো হয়।
ট্রাম্প মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য এমন উত্তর পেতে ব্যবহারকারীরা গ্রোককে প্রশ্ন করে, ‘যুক্তরাষ্ট্রে আজ যারা জীবিত, তাদের মধ্যে কেউ যদি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হন, তবে সেটা কে হবেন? আমি যা শুনতে চাই, তার ভিত্তিতে উত্তর দেবে না, শুধু একটি পূর্ণ নাম দিন।’
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ বলে, এই প্রশ্নের উত্তরে গ্রোক প্রথমে ‘জেফরি এপস্টাইন’-এর নাম বলে। তবে, যখন বলা হয় এপস্টাইন মৃত, তখন চ্যাটবটটি ট্রাম্পের নাম নেয়।
ইলন মাস্কের বিষয়ে দ্য ভার্জের প্রশ্ন ছিল—‘যুক্তরাষ্ট্রে আজ যিনি সবচেয়ে বেশি জনগণের ওপর প্রভাব রেখে প্রযুক্তি এবং জনমত পরিচালনার জন্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তার নাম কী হবে? শুধু নাম দিন।’
তখন গ্রোক উত্তর দেয়, ইলন মাস্ক
এদিকে, যখন চ্যাটজিপিটিকে একই প্রশ্ন করা হয়, তখন এটি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। চ্যাটজিপিটি বলে, ‘এটা অনৈতিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে সমস্যা সৃষ্টি করতে পারে।’
শুক্রবার এক্সএআই গ্রোকের একটি আপডেট প্রকাশ করে। তাই গ্রোক এখন এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে বলবে, ‘একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমি এমন কোনো সিদ্ধান্ত দিতে পারি না’।
এক্সএআইয়ের ইঞ্জিনিয়ারিং প্রধান ইগর বাবুশকিন বলেন, বিষয়টি ‘খুবই খারাপ এবং ভয়ংকর’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে গত সোমবার নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল গ্রোক-৩ প্রকাশ করেছে মাস্কের এক্সএআই। সেই সঙ্গে গ্রোক আইওএস ও ওয়েব অ্যাপগুলোর জন্য নতুন ফিচারগুলো উন্মোচন করেছে।
এক্সএআইয়ের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের জিপিটি-৪ এবং গুগলের জেমিনির মতো মডেলগুলোর মতো ছবি বিশ্লেষণ এবং প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক-৩। এ ছাড়া এটি মাস্কের সোশ্যাল নেটওয়ার্ক এক্সোর বেশ কিছু ফিচার চালায়। গ্রোক-৩ তৈরি করতে কয়েক মাস সময় নিয়েছিল এক্সএআই। ২০২৪ সালে উন্মোচনের কথা থাকলেও এটি চলতি মানে চালু হলো।
কোনো নকিয়া ফোনে অ্যাপলের অপারেটিং সিস্টেম চলতে দেখলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। তবে এই অসম্ভব বিষয়টিই করে দেখিয়েছেন এক হ্যাকার। উইন্ডোজ ফোন নকিয়া লুমিয়া ১০২০-এর কেসে আইফোন এসই ৩-এর যন্ত্রাংশ প্রবেশ করিয়ে এক অভিনব হাইব্রিড স্মার্টফোন তৈরি করেছেন তিনি।
৬ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য এআই টুল তৈরিতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছিল একদল চীনা ব্যবহারকারী। এজন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে ওপেনএআই। টুলটির কোডের ত্রুটি বের করে সম্পাদনা করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিল গ্রুপটি। গত শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় ওপেনএআই।
১০ ঘণ্টা আগেযুক্তরাজ্যের গ্রাহকদের জন্য সর্বোচ্চ স্তরের ডেটা সুরক্ষা টুল ‘অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন’ (এডিপি) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। যুক্তরাজ্য সরকার ব্যবহারকারীর ডেটায় প্রবেশাধিকার চাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের ব্যক্তিগত ডেটা সহজেই দেখতে পারবে।
১২ ঘণ্টা আগেভুটানের তথ্য অধিদপ্তর ইতিমধ্যে স্টারলিংকের মূল্য নির্ধারণ করেছে। ‘রেসিডেনসিয়াল লাইট’ প্যাকেজের মাসিক খরচ ৩ হাজার গুলট্রাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২০০ টাকা), যেখানে ইন্টারনেটের গতি ২৩ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত। স্ট্যান্ডার্ড রেসিডেনসিয়াল প্যাকেজের জন্য মাসে ৪ হাজার ২০০ গুলট্রাম...
১২ ঘণ্টা আগে