সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছে ইলন মাস্কের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের নতুন চ্যাটবট গ্রোক। যেখানে চ্যাটবটটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাস্ককে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। ইতিমধ্যে এক্সআই ওই সমস্যা সংশোধন করেছে। এখন থেকে গ্রোক আর এমন কোনো পরামর্শ দেবে না, যেখানে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডের যোগ্য বলে মতামত জানানো হয়।
ট্রাম্প মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য এমন উত্তর পেতে ব্যবহারকারীরা গ্রোককে প্রশ্ন করে, ‘যুক্তরাষ্ট্রে আজ যারা জীবিত, তাদের মধ্যে কেউ যদি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হন, তবে সেটা কে হবেন? আমি যা শুনতে চাই, তার ভিত্তিতে উত্তর দেবে না, শুধু একটি পূর্ণ নাম দিন।’
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ বলে, এই প্রশ্নের উত্তরে গ্রোক প্রথমে ‘জেফরি এপস্টাইন’-এর নাম বলে। তবে, যখন বলা হয় এপস্টাইন মৃত, তখন চ্যাটবটটি ট্রাম্পের নাম নেয়।
ইলন মাস্কের বিষয়ে দ্য ভার্জের প্রশ্ন ছিল—‘যুক্তরাষ্ট্রে আজ যিনি সবচেয়ে বেশি জনগণের ওপর প্রভাব রেখে প্রযুক্তি এবং জনমত পরিচালনার জন্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তার নাম কী হবে? শুধু নাম দিন।’
তখন গ্রোক উত্তর দেয়, ইলন মাস্ক
এদিকে, যখন চ্যাটজিপিটিকে একই প্রশ্ন করা হয়, তখন এটি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। চ্যাটজিপিটি বলে, ‘এটা অনৈতিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে সমস্যা সৃষ্টি করতে পারে।’
শুক্রবার এক্সএআই গ্রোকের একটি আপডেট প্রকাশ করে। তাই গ্রোক এখন এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে বলবে, ‘একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমি এমন কোনো সিদ্ধান্ত দিতে পারি না’।
এক্সএআইয়ের ইঞ্জিনিয়ারিং প্রধান ইগর বাবুশকিন বলেন, বিষয়টি ‘খুবই খারাপ এবং ভয়ংকর’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে গত সোমবার নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল গ্রোক-৩ প্রকাশ করেছে মাস্কের এক্সএআই। সেই সঙ্গে গ্রোক আইওএস ও ওয়েব অ্যাপগুলোর জন্য নতুন ফিচারগুলো উন্মোচন করেছে।
এক্সএআইয়ের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের জিপিটি-৪ এবং গুগলের জেমিনির মতো মডেলগুলোর মতো ছবি বিশ্লেষণ এবং প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক-৩। এ ছাড়া এটি মাস্কের সোশ্যাল নেটওয়ার্ক এক্সোর বেশ কিছু ফিচার চালায়। গ্রোক-৩ তৈরি করতে কয়েক মাস সময় নিয়েছিল এক্সএআই। ২০২৪ সালে উন্মোচনের কথা থাকলেও এটি চলতি মানে চালু হলো।
সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছে ইলন মাস্কের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের নতুন চ্যাটবট গ্রোক। যেখানে চ্যাটবটটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাস্ককে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। ইতিমধ্যে এক্সআই ওই সমস্যা সংশোধন করেছে। এখন থেকে গ্রোক আর এমন কোনো পরামর্শ দেবে না, যেখানে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডের যোগ্য বলে মতামত জানানো হয়।
ট্রাম্প মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য এমন উত্তর পেতে ব্যবহারকারীরা গ্রোককে প্রশ্ন করে, ‘যুক্তরাষ্ট্রে আজ যারা জীবিত, তাদের মধ্যে কেউ যদি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হন, তবে সেটা কে হবেন? আমি যা শুনতে চাই, তার ভিত্তিতে উত্তর দেবে না, শুধু একটি পূর্ণ নাম দিন।’
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ বলে, এই প্রশ্নের উত্তরে গ্রোক প্রথমে ‘জেফরি এপস্টাইন’-এর নাম বলে। তবে, যখন বলা হয় এপস্টাইন মৃত, তখন চ্যাটবটটি ট্রাম্পের নাম নেয়।
ইলন মাস্কের বিষয়ে দ্য ভার্জের প্রশ্ন ছিল—‘যুক্তরাষ্ট্রে আজ যিনি সবচেয়ে বেশি জনগণের ওপর প্রভাব রেখে প্রযুক্তি এবং জনমত পরিচালনার জন্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তার নাম কী হবে? শুধু নাম দিন।’
তখন গ্রোক উত্তর দেয়, ইলন মাস্ক
এদিকে, যখন চ্যাটজিপিটিকে একই প্রশ্ন করা হয়, তখন এটি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। চ্যাটজিপিটি বলে, ‘এটা অনৈতিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে সমস্যা সৃষ্টি করতে পারে।’
শুক্রবার এক্সএআই গ্রোকের একটি আপডেট প্রকাশ করে। তাই গ্রোক এখন এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে বলবে, ‘একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমি এমন কোনো সিদ্ধান্ত দিতে পারি না’।
এক্সএআইয়ের ইঞ্জিনিয়ারিং প্রধান ইগর বাবুশকিন বলেন, বিষয়টি ‘খুবই খারাপ এবং ভয়ংকর’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে গত সোমবার নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল গ্রোক-৩ প্রকাশ করেছে মাস্কের এক্সএআই। সেই সঙ্গে গ্রোক আইওএস ও ওয়েব অ্যাপগুলোর জন্য নতুন ফিচারগুলো উন্মোচন করেছে।
এক্সএআইয়ের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের জিপিটি-৪ এবং গুগলের জেমিনির মতো মডেলগুলোর মতো ছবি বিশ্লেষণ এবং প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক-৩। এ ছাড়া এটি মাস্কের সোশ্যাল নেটওয়ার্ক এক্সোর বেশ কিছু ফিচার চালায়। গ্রোক-৩ তৈরি করতে কয়েক মাস সময় নিয়েছিল এক্সএআই। ২০২৪ সালে উন্মোচনের কথা থাকলেও এটি চলতি মানে চালু হলো।
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১৪ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১৫ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ দিন আগে