বিধ্বস্ত হয়ে বিদায় মেসিদের
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা—বার্সেলোনার সাবেক চার তারকাই মাঠে ছিলেন। তার পরও বিধ্বস্ত হতে হলো ইন্টার মায়ামিকে। মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে ৩-১ গোলের হারে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিলেন মেসিরা।