চোটে পড়ায় লিওনেল মেসি খেলতে পারেনি ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। মায়ামিও পায়নি জয়। এক ম্যাচ পর মেসি আজ ফিরেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি।
মেসির আজ খেলা নিয়ে শঙ্কা ছিল অনেক বেশি। তবে সব শঙ্কা দূর করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার মায়ামির মূল একাদশে ছিলেন। তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর উপস্থিতি যেন দলকে উজ্জীবিত করেছে। চেজ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি।
ডিসি ইউনাইটেডের চেয়ে মাঠে দাপট মায়ামিরই বেশি ছিল। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি করে ২ শট। বিপরীতে ডিসি ইউনাইটেড বল দখলে রাখে ৩৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট নেয় ডিসি ইউনাইটেড।
বাজে আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে একটু দেরি হয়। মুষলধারে বৃষ্টিতে ম্যাচে খেলাই একটু কঠিন হয়ে যাচ্ছিল। ফাউল এবং কার্ড বিলানোর ঘটনাও ঘটেছে অহরহ। মায়ামি দেখেছে ২ হলুদ কার্ড। ৪ হলুদ কার্ড দেখেছে ডিসি ইউনাইটেড। মেসি গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। মায়ামি তাদের চার খেলোয়াড়কে বদলি করে, যার মধ্যে মাতিয়াস রোহাসের বদলে ৯০ মিনিটের অতিরিক্ত ৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের ফল যখন গোলশূন্য ড্র মনে হচ্ছিল, তখনই ভেলকি দেখান কাম্পানা। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে সার্জিও বুসকেতসের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা।
১-০ গোলের জয়ে এমএলএসের নতুন মৌসুমে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট এখন মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া দলটির। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩০। দলটি খেলেছে ১৪ ম্যাচ।
চোটে পড়ায় লিওনেল মেসি খেলতে পারেনি ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। মায়ামিও পায়নি জয়। এক ম্যাচ পর মেসি আজ ফিরেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি।
মেসির আজ খেলা নিয়ে শঙ্কা ছিল অনেক বেশি। তবে সব শঙ্কা দূর করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার মায়ামির মূল একাদশে ছিলেন। তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর উপস্থিতি যেন দলকে উজ্জীবিত করেছে। চেজ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি।
ডিসি ইউনাইটেডের চেয়ে মাঠে দাপট মায়ামিরই বেশি ছিল। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি করে ২ শট। বিপরীতে ডিসি ইউনাইটেড বল দখলে রাখে ৩৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট নেয় ডিসি ইউনাইটেড।
বাজে আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে একটু দেরি হয়। মুষলধারে বৃষ্টিতে ম্যাচে খেলাই একটু কঠিন হয়ে যাচ্ছিল। ফাউল এবং কার্ড বিলানোর ঘটনাও ঘটেছে অহরহ। মায়ামি দেখেছে ২ হলুদ কার্ড। ৪ হলুদ কার্ড দেখেছে ডিসি ইউনাইটেড। মেসি গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। মায়ামি তাদের চার খেলোয়াড়কে বদলি করে, যার মধ্যে মাতিয়াস রোহাসের বদলে ৯০ মিনিটের অতিরিক্ত ৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের ফল যখন গোলশূন্য ড্র মনে হচ্ছিল, তখনই ভেলকি দেখান কাম্পানা। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে সার্জিও বুসকেতসের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা।
১-০ গোলের জয়ে এমএলএসের নতুন মৌসুমে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট এখন মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া দলটির। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩০। দলটি খেলেছে ১৪ ম্যাচ।
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৫ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২৩ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে