চোটে পড়ায় লিওনেল মেসি খেলতে পারেনি ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। মায়ামিও পায়নি জয়। এক ম্যাচ পর মেসি আজ ফিরেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি।
মেসির আজ খেলা নিয়ে শঙ্কা ছিল অনেক বেশি। তবে সব শঙ্কা দূর করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার মায়ামির মূল একাদশে ছিলেন। তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর উপস্থিতি যেন দলকে উজ্জীবিত করেছে। চেজ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি।
ডিসি ইউনাইটেডের চেয়ে মাঠে দাপট মায়ামিরই বেশি ছিল। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি করে ২ শট। বিপরীতে ডিসি ইউনাইটেড বল দখলে রাখে ৩৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট নেয় ডিসি ইউনাইটেড।
বাজে আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে একটু দেরি হয়। মুষলধারে বৃষ্টিতে ম্যাচে খেলাই একটু কঠিন হয়ে যাচ্ছিল। ফাউল এবং কার্ড বিলানোর ঘটনাও ঘটেছে অহরহ। মায়ামি দেখেছে ২ হলুদ কার্ড। ৪ হলুদ কার্ড দেখেছে ডিসি ইউনাইটেড। মেসি গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। মায়ামি তাদের চার খেলোয়াড়কে বদলি করে, যার মধ্যে মাতিয়াস রোহাসের বদলে ৯০ মিনিটের অতিরিক্ত ৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের ফল যখন গোলশূন্য ড্র মনে হচ্ছিল, তখনই ভেলকি দেখান কাম্পানা। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে সার্জিও বুসকেতসের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা।
১-০ গোলের জয়ে এমএলএসের নতুন মৌসুমে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট এখন মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া দলটির। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩০। দলটি খেলেছে ১৪ ম্যাচ।
চোটে পড়ায় লিওনেল মেসি খেলতে পারেনি ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। মায়ামিও পায়নি জয়। এক ম্যাচ পর মেসি আজ ফিরেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি।
মেসির আজ খেলা নিয়ে শঙ্কা ছিল অনেক বেশি। তবে সব শঙ্কা দূর করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার মায়ামির মূল একাদশে ছিলেন। তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর উপস্থিতি যেন দলকে উজ্জীবিত করেছে। চেজ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি।
ডিসি ইউনাইটেডের চেয়ে মাঠে দাপট মায়ামিরই বেশি ছিল। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি করে ২ শট। বিপরীতে ডিসি ইউনাইটেড বল দখলে রাখে ৩৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট নেয় ডিসি ইউনাইটেড।
বাজে আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে একটু দেরি হয়। মুষলধারে বৃষ্টিতে ম্যাচে খেলাই একটু কঠিন হয়ে যাচ্ছিল। ফাউল এবং কার্ড বিলানোর ঘটনাও ঘটেছে অহরহ। মায়ামি দেখেছে ২ হলুদ কার্ড। ৪ হলুদ কার্ড দেখেছে ডিসি ইউনাইটেড। মেসি গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। মায়ামি তাদের চার খেলোয়াড়কে বদলি করে, যার মধ্যে মাতিয়াস রোহাসের বদলে ৯০ মিনিটের অতিরিক্ত ৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের ফল যখন গোলশূন্য ড্র মনে হচ্ছিল, তখনই ভেলকি দেখান কাম্পানা। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে সার্জিও বুসকেতসের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা।
১-০ গোলের জয়ে এমএলএসের নতুন মৌসুমে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট এখন মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া দলটির। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩০। দলটি খেলেছে ১৪ ম্যাচ।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে