ইন্টার মায়ামি একের পর এক ম্যাচ খেলছে। অথচ লিওনেল মেসির দেখা নেই। কারণ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তিনি না খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে মায়ামি।
মেসিবিহীন মায়ামি গত ম্যাচেই এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। বন্ধু লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসির বিপক্ষে গত সপ্তাহে করেছিলেন জোড়া গোল। এবারও দেখালেন একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামি আজ ২৫ মিনিটেই গোল উপহার পায় শিকাগোর কাছ থেকে। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট। শিকাগোর উপহারের পর গোল করতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যেত মায়ামি। হুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দেন সুয়ারেজ। দুর্ভাগ্যবশত সেটা বাড়ে গেলে প্রতিহত হয়। প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। নিজের দ্বিতীয় গোল সুয়ারেজ করেন ৬৫ মিনিটে। উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। পিছিয়ে থাকা শিকাগো ব্যবধান কমায় ৮২ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস। তিনি ম্যাচের ৬০ মিনিটে ক্রিস্টোফার ম্যাথু মুলারের পরিবর্তে নামেন।
৩-১ গোলে এগিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলটি করেন রবার্ট টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন লিওনার্দো কাম্পানা। সচরাচর মায়ামির শুরুর একাদশে থাকলেও আজ টেলর খেলেছেন বদলি হিসেবে। গোমেজের পরিবর্তে অতিরিক্ত সময়ের ১ মিনিটে টেলর নেমেছেন মাঠে।
ইন্টার মায়ামি একের পর এক ম্যাচ খেলছে। অথচ লিওনেল মেসির দেখা নেই। কারণ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তিনি না খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে মায়ামি।
মেসিবিহীন মায়ামি গত ম্যাচেই এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। বন্ধু লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসির বিপক্ষে গত সপ্তাহে করেছিলেন জোড়া গোল। এবারও দেখালেন একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামি আজ ২৫ মিনিটেই গোল উপহার পায় শিকাগোর কাছ থেকে। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট। শিকাগোর উপহারের পর গোল করতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যেত মায়ামি। হুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দেন সুয়ারেজ। দুর্ভাগ্যবশত সেটা বাড়ে গেলে প্রতিহত হয়। প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। নিজের দ্বিতীয় গোল সুয়ারেজ করেন ৬৫ মিনিটে। উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। পিছিয়ে থাকা শিকাগো ব্যবধান কমায় ৮২ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস। তিনি ম্যাচের ৬০ মিনিটে ক্রিস্টোফার ম্যাথু মুলারের পরিবর্তে নামেন।
৩-১ গোলে এগিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলটি করেন রবার্ট টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন লিওনার্দো কাম্পানা। সচরাচর মায়ামির শুরুর একাদশে থাকলেও আজ টেলর খেলেছেন বদলি হিসেবে। গোমেজের পরিবর্তে অতিরিক্ত সময়ের ১ মিনিটে টেলর নেমেছেন মাঠে।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে