Ajker Patrika

প্রত্যাবর্তনের জয়ের ম্যাচে মেসিকে ছাড়িয়ে গেলেন সুয়ারেজ

আপডেট : ১২ মে ২০২৪, ১১: ১১
প্রত্যাবর্তনের জয়ের ম্যাচে মেসিকে ছাড়িয়ে গেলেন সুয়ারেজ

মন্ট্রিয়েলের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইন্টার মায়ামি। জোড়া গোলে পিছিয়ে পড়েও শেষে ৩-২ ব্যবধানের জয় পেয়েছেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানও মজবুত করেছেন তাঁরা। 

মায়ামিকে দুর্দান্ত জয় এনে দেওয়ার কৃতিত্ব সুয়ারেজের। পুরো ৯০ মিনিট খেলার পরও মেসি যখন নিশ্চুপ, তখন সতীর্থের দায়িত্বটা যেন নিলেন উরুগুয়ের স্ট্রাইকার। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। 

সুয়ারেজের আগে দুর্দান্ত এক ফ্রিকিকে দলের ব্যবধান ২-১ করেন মাতিয়াস রোহাস। ৪৪ মিনিটের সময় পাওয়া এক ফ্রিকিকে দর্শনীয় গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার। খুব বাজে ট্যাকলের কারণে মেসি এ সময় মাঠের বাইরে থাকলে সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগান রোহাস। বক্সের অনেক বাইরে থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের শট প্রতিহত করার কোনো জবাবই ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের। 

এর আগে অবশ্য ২-০ ব্যবধানে এগিয়ে যায় মন্ট্রিয়েল। ২২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ব্রাইস ডিউক। সেই গোলের রেশ শেষ হতে না হতেই ১০ মিনিট পর মন্ট্রিয়েলের ব্যবধান দ্বিগুণ করেন জুলস-অ্যান্টনি ভিলসেন্ট। ২ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে মায়ামি। 

তার ফলও পায় বিরতিতে যাওয়ার আগেই। প্রথমার্ধে দলকে সমতা এনে দেওয়া রোহাস-সুয়ারেজের পর দ্বিতীয়ার্ধে মায়ামির হয়ে জয়সূচক গোলটি করেন বেঞ্জামিন ক্রিমাশ্চি। ৫৯ মিনিটে গোলটি করেন তিনি। দলের জয়ে অবদান রেখে একটা জায়গায় মেসিকে পেছনে ফেলেছেন সুয়ারেজ। ১১ গোলে এখন মেজর সকার লিগের শীর্ষ গোলদাতা তিনি। ১০ গোলে দুইয়ে আর্জেন্টাইন অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত