ইন্টার মায়ামিতে গত বছর এসেই বাজিমাত করেছিলেন লিওনেল মেসি। লিগস কাপ জিতিয়ে মায়ামিকে প্রথম কোনো মেজর শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছিলেন। শিরোপা রক্ষার মিশনে এবার আর্জেন্টাইন তারকাকে পায়নি মায়ামি। মেসিবিহীন মায়ামির তরি আজ ডুবিয়ে দিল কলম্বাস ক্রু।
চোটে পড়া মেসি যে কলম্বাস ক্রু বিপক্ষে লিগস কাপের ম্যাচে খেলতে পারবেন না, সেটা আগেই জানা গিয়েছিল। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে মায়ামি এগিয়েই ছিল অনেকটা সময়। ‘বাঁচা-মরার ম্যাচটিতে’ ওহাইয়োর কলম্বাস শহরের লোয়ার ডটকম ফিল্ড স্টেডিয়ামে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেসিহীন মায়ামি। রূপকথার মতো গল্প লিখে মায়ামিকে ৩-২ গোলে হারিয়েছে কলম্বাস। তারকা ফুটবলার ছাড়া মায়ামির পথচলা এবারের লিগস কাপে শেষ হয়ে গেল চার ম্যাচেই।
মেসি না খেললেও তাঁর সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেতস আজ ইন্টার মায়ামির প্রথম একাদশে ছিলেন। ম্যাচে শুরুর পর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় মায়ামি। দিয়েগো গোমেজের পাস রিসিভ করে ১০ মিনিটে হেডে দুর্দান্ত গোল করেন মায়ামি ফরোয়ার্ড মাতিয়াস রোহা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি।
প্রথমার্ধে অ্যাসিস্ট করা গোমেজই দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন। ৬২ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে ডান পায়ের শটে মায়ামিকে দ্বিতীয় গোল এনে দেন গোমেজ। কলম্বাস ক্রুর ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৬৭ মিনিটে মার্ক আর্ফস্টেনের পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন কলম্বাস স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ। ব্যবধান কমানো কলম্বাসকে দ্রুত সমতায় ফেরান ডিয়েগো রসি। ৬৯ মিনিটে হুয়ান ক্যামিলো হার্নান্দেজের ক্রস থেকে বল রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রসি।
২ মিনিটে ২ গোলে সমতায় ফেরা কলম্বাসকে ব্যবধান বাড়াতে সাহায্য করেন রসিই। ৮০ মিনিটে মোহাম্মদ ফারসির থ্রু বল রিসিভ করেন রসি। তারপর ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন রসি। ৬৭ থেকে ৮০-১৩ মিনিটে এই তিন গোলই মূলত কলম্বাসের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত মায়ামিকে লিগস কাপ থেকে বিদায় করেই ছাড়ল কলম্বাস।
কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। আকাশী-নীলরা রেকর্ড ১৬ বার জেতে কোপা আমেরিকার শিরোপা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১৫ জুলাই বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হয়েছিল ফাইনালটি। শিরোপা নির্ধারণী ম্যাচে হঠাৎই গোঁড়ালির চোটে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলার তখন ডাগআউটে কাঁদছিলেন অবুঝ বালকের মতো।
ইন্টার মায়ামিতে গত বছর এসেই বাজিমাত করেছিলেন লিওনেল মেসি। লিগস কাপ জিতিয়ে মায়ামিকে প্রথম কোনো মেজর শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছিলেন। শিরোপা রক্ষার মিশনে এবার আর্জেন্টাইন তারকাকে পায়নি মায়ামি। মেসিবিহীন মায়ামির তরি আজ ডুবিয়ে দিল কলম্বাস ক্রু।
চোটে পড়া মেসি যে কলম্বাস ক্রু বিপক্ষে লিগস কাপের ম্যাচে খেলতে পারবেন না, সেটা আগেই জানা গিয়েছিল। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে মায়ামি এগিয়েই ছিল অনেকটা সময়। ‘বাঁচা-মরার ম্যাচটিতে’ ওহাইয়োর কলম্বাস শহরের লোয়ার ডটকম ফিল্ড স্টেডিয়ামে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেসিহীন মায়ামি। রূপকথার মতো গল্প লিখে মায়ামিকে ৩-২ গোলে হারিয়েছে কলম্বাস। তারকা ফুটবলার ছাড়া মায়ামির পথচলা এবারের লিগস কাপে শেষ হয়ে গেল চার ম্যাচেই।
মেসি না খেললেও তাঁর সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেতস আজ ইন্টার মায়ামির প্রথম একাদশে ছিলেন। ম্যাচে শুরুর পর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় মায়ামি। দিয়েগো গোমেজের পাস রিসিভ করে ১০ মিনিটে হেডে দুর্দান্ত গোল করেন মায়ামি ফরোয়ার্ড মাতিয়াস রোহা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি।
প্রথমার্ধে অ্যাসিস্ট করা গোমেজই দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন। ৬২ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে ডান পায়ের শটে মায়ামিকে দ্বিতীয় গোল এনে দেন গোমেজ। কলম্বাস ক্রুর ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৬৭ মিনিটে মার্ক আর্ফস্টেনের পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন কলম্বাস স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ। ব্যবধান কমানো কলম্বাসকে দ্রুত সমতায় ফেরান ডিয়েগো রসি। ৬৯ মিনিটে হুয়ান ক্যামিলো হার্নান্দেজের ক্রস থেকে বল রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রসি।
২ মিনিটে ২ গোলে সমতায় ফেরা কলম্বাসকে ব্যবধান বাড়াতে সাহায্য করেন রসিই। ৮০ মিনিটে মোহাম্মদ ফারসির থ্রু বল রিসিভ করেন রসি। তারপর ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন রসি। ৬৭ থেকে ৮০-১৩ মিনিটে এই তিন গোলই মূলত কলম্বাসের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত মায়ামিকে লিগস কাপ থেকে বিদায় করেই ছাড়ল কলম্বাস।
কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। আকাশী-নীলরা রেকর্ড ১৬ বার জেতে কোপা আমেরিকার শিরোপা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১৫ জুলাই বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হয়েছিল ফাইনালটি। শিরোপা নির্ধারণী ম্যাচে হঠাৎই গোঁড়ালির চোটে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলার তখন ডাগআউটে কাঁদছিলেন অবুঝ বালকের মতো।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে