লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে ফেরার পর শুরুটা দারুণ করেছিলেন। হঠাৎ তিনি ছন্দ হারিয়ে ফেললেন, খেই হারাল মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার যে সুযোগ, সেই সম্ভাবনাও এখন দূরের পথ মনে হচ্ছে।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মায়ামির। কিন্তু রেকর্ড গড়ার পথেই যে ধাক্কা খেল মায়ামি। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গত রাতে এমএলএসে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এমএলএসে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসিরা। চার ম্যাচের চারটি জিতলে তো কথাই নেই। এমনকি ৩ ম্যাচ জয়ের পর একটি ড্র করলেও মায়ামি সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিজেদের নামে লিখিয়ে নেবে।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর এমএলএসে মেসি নেমেছিলেন ৬১ মিনিটে। সেই ম্যাচে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দুই দিন পর গত রাতে মায়ামির শুরুর একাদশে ছিলেন মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি। ম্যাচে গোলের জন্য ইন্টার মায়ামি, নিউইয়র্ক সিটি—দুই দলেরই অপেক্ষা বাড়তে থাকে। ৭৫ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। জর্দি আলবার অ্যাসিস্টে গোলটি করেন মায়ামি স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। ম্যাচে মায়ামির জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই উল্টে যায় পাশার দান। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৫ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন নিউইয়র্ক সিটির মিডফিল্ডার হামেস স্যান্ডস। তাঁকে (স্যান্ডস) সমতাসূচক গোলটি করতে সহায়তা করেন সান্তিয়াগো রদ্রিগেজ।
এমএলএসে মায়ামির পরবর্তী ম্যাচ শার্লোট এফসির বিপক্ষে। ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু হবে। মায়ামি এমএলএসে পরের দুই ম্যাচই খেলবে অ্যাওয়েতে। ৩ ও ৬ অক্টোবর মায়ামির প্রতিপক্ষ কলাম্বাস ও টরোন্টো। ২০ অক্টোবর এমএলএসে নিজেদের শেষ ম্যাচ খেলবে মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিন দল
দল পয়েন্ট সাল
নিউ ইংল্যান্ড ৭৩ ২০২১
লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ৭২ ২০১৯
নিউইয়র্ক রেড বুলস ৭১ ২০১৮
লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে ফেরার পর শুরুটা দারুণ করেছিলেন। হঠাৎ তিনি ছন্দ হারিয়ে ফেললেন, খেই হারাল মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার যে সুযোগ, সেই সম্ভাবনাও এখন দূরের পথ মনে হচ্ছে।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মায়ামির। কিন্তু রেকর্ড গড়ার পথেই যে ধাক্কা খেল মায়ামি। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গত রাতে এমএলএসে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এমএলএসে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসিরা। চার ম্যাচের চারটি জিতলে তো কথাই নেই। এমনকি ৩ ম্যাচ জয়ের পর একটি ড্র করলেও মায়ামি সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিজেদের নামে লিখিয়ে নেবে।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর এমএলএসে মেসি নেমেছিলেন ৬১ মিনিটে। সেই ম্যাচে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দুই দিন পর গত রাতে মায়ামির শুরুর একাদশে ছিলেন মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি। ম্যাচে গোলের জন্য ইন্টার মায়ামি, নিউইয়র্ক সিটি—দুই দলেরই অপেক্ষা বাড়তে থাকে। ৭৫ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। জর্দি আলবার অ্যাসিস্টে গোলটি করেন মায়ামি স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। ম্যাচে মায়ামির জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই উল্টে যায় পাশার দান। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৫ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন নিউইয়র্ক সিটির মিডফিল্ডার হামেস স্যান্ডস। তাঁকে (স্যান্ডস) সমতাসূচক গোলটি করতে সহায়তা করেন সান্তিয়াগো রদ্রিগেজ।
এমএলএসে মায়ামির পরবর্তী ম্যাচ শার্লোট এফসির বিপক্ষে। ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু হবে। মায়ামি এমএলএসে পরের দুই ম্যাচই খেলবে অ্যাওয়েতে। ৩ ও ৬ অক্টোবর মায়ামির প্রতিপক্ষ কলাম্বাস ও টরোন্টো। ২০ অক্টোবর এমএলএসে নিজেদের শেষ ম্যাচ খেলবে মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিন দল
দল পয়েন্ট সাল
নিউ ইংল্যান্ড ৭৩ ২০২১
লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ৭২ ২০১৯
নিউইয়র্ক রেড বুলস ৭১ ২০১৮
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে