বয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এক ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তবে নাম যেহেতু মেসি, তাঁকে নিয়ে তো আগেভাগে উপসংহারে আসা যায় না। এক ম্যাচ বিরতি দিয়ে এবার করলেন জোড়া গোল। ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড।
বয়স যেন শুধুই একটি সংখ্যা লিওনেল মেসির কাছে। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো দারুণ ছন্দে আছেন। জাদুকরী গোলে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ভক্ত-সমর্থক থেকে শুরু করে কোচ—সবারই প্রশংসা পাচ্ছেন মেসি।
প্রতিযোগিতামূলক ফুটবলে লিওনেল মেসির রেকর্ড, শিরোপা কোনো কিছুরই তো অভাব নেই। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো আছেন দারুণ ছন্দে। গোল করে নিত্যনতুন মাইলফলক স্পর্শ করছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের রেকর্ডের পাশাপাশি দলের নামও ঠাঁই পাচ্ছে ইতিহাসের পাতায়।