ক্রীড়া ডেস্ক
প্রতিযোগিতামূলক ফুটবলে লিওনেল মেসির রেকর্ড, শিরোপা কোনো কিছুরই তো অভাব নেই। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো আছেন দারুণ ছন্দে। গোল করে নিত্যনতুন মাইলফলক স্পর্শ করছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের রেকর্ডের পাশাপাশি দলের নামও ঠাঁই পাচ্ছে ইতিহাসের পাতায়।
ফিফা ক্লাব বিশ্বকাপে ১৫ জুন আল আহলির বিপক্ষে গোল করলেই ইন্টার মায়ামির হয়ে ফিফটি করে ফেলতেন মেসি। কিন্তু সেই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বেড়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অপেক্ষা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এই মাইলফলক মেসি স্পর্শ করেছেন গত রাতে। তাঁর মাইলফলকের রাতে পোর্তোকে ২–১ গোলে হারিয়েছে মায়ামি। তাতে করে কনকাক্যাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলকে হারাল মায়ামি। ক্লাব বিশ্বকাপে এটি মায়ামিরও প্রথম জয়।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে দ্রুতই এগিয়ে যায় পোর্তো। ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পোর্তো ফরোয়ার্ড সামু আগেহোয়া। প্রথমার্ধে পর্তুগিজ ক্লাবটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ইন্টার মায়ামি। ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোলে এগিয়ে যায় দলটি। যেখানে ৪৭ মিনিটে গোল করেন মায়ামি মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। সমতায় ফেরার পর অল্প সময়ের মধ্যেই জাদুকরি এক গোল করেন মেসি। বক্সের বাইরে মেসি ফাউলের শিকারের হওয়ার পরই রেফারি বাজান ফ্রি-কিকের বাঁশি। ৫৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড দারুণ এক গোল করেন। মূলত ডান পাশের কর্নার দিয়ে ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন মেসি।
ফ্রি-কিকে গোল করে মেসি ইন্টার মায়ামির জার্সিতে গোলের ফিফটি পূর্ণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৬১ ম্যাচ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাইলফলকের রাতে পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম কাজে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপে এখন পালমেইরাস, ইন্টার মায়ামি দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা পোর্তো ও আল আহলি। মেটলাইফ স্টেডিয়ামে গত রাতেই আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে পালমেইরাস।
প্রতিযোগিতামূলক ফুটবলে লিওনেল মেসির রেকর্ড, শিরোপা কোনো কিছুরই তো অভাব নেই। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো আছেন দারুণ ছন্দে। গোল করে নিত্যনতুন মাইলফলক স্পর্শ করছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের রেকর্ডের পাশাপাশি দলের নামও ঠাঁই পাচ্ছে ইতিহাসের পাতায়।
ফিফা ক্লাব বিশ্বকাপে ১৫ জুন আল আহলির বিপক্ষে গোল করলেই ইন্টার মায়ামির হয়ে ফিফটি করে ফেলতেন মেসি। কিন্তু সেই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বেড়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অপেক্ষা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এই মাইলফলক মেসি স্পর্শ করেছেন গত রাতে। তাঁর মাইলফলকের রাতে পোর্তোকে ২–১ গোলে হারিয়েছে মায়ামি। তাতে করে কনকাক্যাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলকে হারাল মায়ামি। ক্লাব বিশ্বকাপে এটি মায়ামিরও প্রথম জয়।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে দ্রুতই এগিয়ে যায় পোর্তো। ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পোর্তো ফরোয়ার্ড সামু আগেহোয়া। প্রথমার্ধে পর্তুগিজ ক্লাবটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ইন্টার মায়ামি। ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোলে এগিয়ে যায় দলটি। যেখানে ৪৭ মিনিটে গোল করেন মায়ামি মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। সমতায় ফেরার পর অল্প সময়ের মধ্যেই জাদুকরি এক গোল করেন মেসি। বক্সের বাইরে মেসি ফাউলের শিকারের হওয়ার পরই রেফারি বাজান ফ্রি-কিকের বাঁশি। ৫৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড দারুণ এক গোল করেন। মূলত ডান পাশের কর্নার দিয়ে ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন মেসি।
ফ্রি-কিকে গোল করে মেসি ইন্টার মায়ামির জার্সিতে গোলের ফিফটি পূর্ণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৬১ ম্যাচ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাইলফলকের রাতে পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম কাজে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপে এখন পালমেইরাস, ইন্টার মায়ামি দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা পোর্তো ও আল আহলি। মেটলাইফ স্টেডিয়ামে গত রাতেই আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে পালমেইরাস।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১৯ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে